রেজাউল করিম, স্টাফ রিপোর্টার"সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের বেলকুচিতে গত বৃহস্পতিবার পৌর মেয়র সাজ্জাদুল হক রেজাকে হামলার ছবি তোলায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় পৃথক আরেকটি মামলা হয়েছে। সাংবাদিক আবু মুছা বাদী হয়ে শনিবার দুপুরে বেলকুচি থানায় মামলাটি করেন। সিরাজগঞ্জ-৫ আসনের এমপির ব্যাক্তিগত সহকারী (পিএ) সেলিম সরকারের সহোদর আলামিন ওরফে বাঘা বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তার সহোদর আব্দুল মান্নান এবং তাদের সহযোগি শাকিব, হাফিজুর ও শাকিল বাদেও অজ্ঞাত ১৫ জন মিলে ২২ জনকে আসামী করা হয়েছে। বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি স্বীকার করেছেন।
মামলা এজাহারে উল্লেখ রয়েছে, বৃহস্পতিবার দুপুরে বেলকুচির আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় মাঠে উল্লেখিত আসামীরা
মোবাইল ও প্রেস কার্ড কেড়ে নিয়ে সাংবাদিক মুছাকে লাঞ্ছিত করেন। এর আগে পিএ সেলিম ও তার দলবল মেয়র রেজা, শিশু ছেলে ফারিয়া ও কর্মচারী নাবিন মন্ডলকে পেটায়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.