রেজাউল করিম স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচিতে বিএনপির একাংশের গনবিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বেলকুচির চালাস্থ দলের অস্থায়ী কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেলকুচি সরকারি কলেজ গেটে এসে শেষ হয়।
এসময় বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়ার সভাপতিত্ব করেন। কেন্দ্রিয় তাতী দলের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোওলা খান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন প্রামানিক সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।