
ভি কে জয়, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
“আসুন সাথে, হাটুন পাশে, ফুটবল হবে খেলা, এটাই যেন প্রাণের মিলন মেলা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে রোড ওয়ারিয়র্সের ৩য় বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে পপুলার ফার্মাসিটিক্যালস ও বেসিক ব্যাংকের সহযোগিতায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সুস্বাস্থ্যের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে রোড ওয়ারিয়র্সের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, প্রাক্তন কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, প্রাক্তন প্রকৌশলী আরেফিন রইচি, সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন, বেলকুচি উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, ব্যাংক কর্মকর্তা পরিবার পরিকল্পনার সকল কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী, রোড ওয়ারিয়র্সের সকল সদস্যবৃন্দ প্রমূখ।