
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে বেলকুচি প্রেসক্লাবের আয়োজনে মাস ব্যাপি আনন্দ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলকুচি পৌর এলাকার চালা আদালত মাঠ চত্বরে উক্ত মেলা উদ্বোধন অনুষ্ঠানে বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষ্যে মাস ব্যাপি আনন্দ মেলার উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার আমীর ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাজহারুল ইসলাম, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি এনসিপি প্রতিনিধি মুসা হাশেমী, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, বিএনপি নেতা ইকবাল হোসেন আকাশ, আলম প্রামানিক প্রমুখ। এসময় বিভিন্ন দলীয় নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।