জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণ চুরির ঘটনা হামিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ওই মন্দিরের তিনটি পিতলের প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করা হয়েছে।শনিবার (২২ ফেব্রুয়ারি) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বোইলগাছি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তারসহ প্রতিমা ও স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত হামিদুল ইসলাম ওরফে আরিফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার রুপনাই গ্রামের বাসিন্দা।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া হোসেন বলেন, গত মাসে ওই মন্দিরে চুরি হয়। মামলা পর থেকে আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। গোপন খবরে শুক্রবার রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।