জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন হাজী জুলহাস উদ্দিন।
সংবাদ সম্মেলনে ভুমি ক্রয়কৃত মালিক জুলহাস উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মুকুন্দগাঁতী আমার নিজ বসত বাড়ীতে ভবন নির্মাণ করিতেছি। ভবনের ১ম তলার ছাদ সম্পন্ন হওয়ার পর মুকুন্দগাঁতী বাজারের চাঁদাবাজ, সন্ত্রাসী, মুজাম্মেলের পেটুয়া বাহিনী দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছি। আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকী প্রদান করে আসছে। এমতবস্থায় আমি ও আমার পরিবারের জান মালের নিরাপত্তার স্বার্থে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রায় ৩০ বছর হলো এই ভূমি ক্রয় করে ভোগ দখল করে আসছি, তারা যদি জমি পায় তাহলে আদালতের মাধ্যমে রায় নিয়ে আসুক, জমি দিতে আমাদের কোন আপত্তি নাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আরিফ খাঁন, ফয়সাল আহম্মেদ, হাজী জুলহাস উদ্দিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম,যমুনা টেলিভিশেনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ প্রমূখ।
এছাড়া গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বেলকুচি প্রেসক্লাবে ভুক্তভোগী বাক প্রতিবন্ধী মনিরুল ইসলাম ভূমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেন তার বড় ভাই মোজাম্মেল হক। এরই প্রতিবাদে আজ ৩১ জানুয়ারি শুক্রবার সকালে হাজী জুলহাস উদ্দিন একই স্থানে সংবাদ সম্মেলন করেছে।