
মোঃ টুটুলশেখ (বেলকুচি) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সোমবার সকাল ৮ টায় ভাংগাবাড়ী বাজার জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছে।ভিত্তি স্থাপনের সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম,বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, ভাংগাবাড়ী সরকারী
প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত কুদুবুল আলম কাওসার,উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুল আলীম মন্ডল,আব্দুর রশিদ মাস্টার, খোখন তালুকদার, আশরাফুল সরকার, বাবুল রেজা তালুকদার,মামুন শেখ, আসলাম সরকার,সেলিম শেখ, লাবু শেখ ফজলশেখ, নিদান প্রামানিক, অতএলাকের গন্যমান্য ব্যাক্তি বর্গ ও বেলকুচি উপজেলা তাবলিক জামাতের আমীর মওলানা রফিকুল ইসলাম মাধমে দুয়া ও মোনাজাতের মধ্যে ভিত্তি প্রস্থর কাজ সম্পুর্ন হয়।