
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ব্রাক মাইগ্রেশান প্রোগ্রামের আওতায় “মানব পাচার ও অনিয়মিত অভিবাসন” বিযয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে ব্রাক জেলা সমন্বয়ক রইস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ, শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, ব্রাক কর্মকর্তা, ভিক্টর মন্ডল, এহতেশামুল হকসহ বেলকুচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।