রেজাউল করিম স্টাফ রিপোর্টার"সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী গ্রামের বাসিন্দা বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ জুলাই) সকাল ৯ ঘটিকায় চন্দনগাঁতী ঈদগাহ মাঠে তাকে বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান ও জানাযা শেষে চন্দনগাঁতী কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাযা ও দাফন কার্যের সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল বারিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, আশরাফুল হায়দার জগলু,বেলকুচি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী সাইদুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক ভাষানী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক, রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা পান্জাত আলী, বিশিষ্ঠ সমাজ সেবক আব্দুল মজিদ খানসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারে নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লীগন। উল্লেখ্য ১২ জুলাই শুক্রবার রাত ৮ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.