
জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরবাইকের ধাক্কায় পথচারী আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি শেরনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরবাইকের চালক এবং পিছনে বসে থাকা ২ জন সহ অটো ভ্যান গাড়ী চালক আহত হয়।
মোটরবাইকের চালক উপজেলার এনায়েতপুর হাট খোলা গ্রামের জেলহজের ছেলে জিসান (১৬), নুরুল ইসলামের ছেলে বাদল (১৪), শ্যামলের ছেলে হাসান (১৫) ও অটো ভ্যান গাড়ী চালক বাবুল হোসেন (৪০)।
মঙ্গলবার রাত ৮ টার দিকে বেলকুচি পৌর কামারপাড়া এলাকায় পূর্বানী ফ্যাশন লিমিটেডের সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আব্দুল হামিদ শেরনগর- কামার পাড়া রোড দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলো সামনে থেকে দ্রুতগতির একটি সুজুকি জিক্সার মোটরবাইক এসে তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আহত হন। আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।
নিহতের ছেলে জহুরুল ইসলাম জানায়, আমার বাবা রাত ৮ টার দিকে শেরনগর – কামারপাড়া রোড দিয়ে হেটে বাড়িতে আসার সময় সামনে থেকে জিসান নামের একজন মোটরবাইকের চালক বেপরোয়া গতিতে এসে আমার বাবার শরীরের উপর উঠিয়ে দেয়। সাথে সাথে রাস্তার উপর পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা না করার কারণে। নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। বাইকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।











