জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বেশ কিছু প্রসেস মিলের দূষিত কেমিক্যাল বর্জ্য পানিতে মিশে মারে যাচ্ছে বিলের মাছ। গত কয়েকদিন ধরে উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সেন ভাঙ্গাবাড়ী গ্রামে বিলের পানিতে মাছগুলো ভেসে উঠতে দেখা যায়।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত ১৪ (আগস্ট) উপজেলার সেন ভাঙ্গাবাড়ী গ্রামের মৎস্যচাষী আব্দুল আলীম সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।
মৎস্যচাষী আব্দুল আলীম বলেন, এ বছর এই বিলের মাছ চাষ শুরু করি। কিন্তু উপজেলার তামাই গ্রামে হাজী সিরাজুলের রিএক্টটিভ ডাইং মিল, বাশার আলীর রিএক্টটিভ ডাইং মিল, হাবুল্লার রিএক্টটিভ ডাইং মিল, হিরণ মুন্সির প্রসেস মিল, হাফেজ মুন্সির ডাইং মিল, শওকতের ফিরোজা ডাইং মিলসহ বেশ কয়েকটি কারখানা গড়ে উঠার কারণে কেমিক্যালের বর্জ্য বিলের পানি দূষিত হচ্ছে। মিলের দূষিত কেমিক্যাল বর্জ্যের কারণে মাছ মরে যাচ্ছে। সরকারি ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম রয়েছে প্রতিটি কারখানায় বর্জ্য শোধনাগারের জন্য ইটিপি প্লান্ট বাধ্যতামূলক। কিন্তু এ সব অবৈধভাবে গড়ে উঠা কলকারখানায় ইটিপি প্লান্ট চালু না করেই দূষিত বর্জ্য রাতের আধারে মোটর চালিত পাম্প সেট করে বিলের পানির মধ্যে ফেলছে। কারখানার দুষিত বর্জ্য বিলের পানিতে মিশে মাছ মরে যাচ্ছে। গত কয়েক দিন ধরে ব্যাপক হারে মাছ মারা যাচ্ছে। এতে প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিনে গিয়ে পরিদর্শন করে বিলের দূষণ বন্ধে আইনগত ব্যবস্থা নেবো।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তুহিন আলম বলেন, অবৈধ প্রসেস মিলের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। বেলকুচিতে বিলে কেমিক্যালের বর্জ্য দূষিত হয়ে মাছ মরে যাচ্ছে এমন অভিযোগ পেয়েছি। সেখানে গিয়ে অবৈধ প্রসেস মিলের বিরুদ্ধে পদক্ষেপ নেবো।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.