জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌর শেরনগর গ্রামের পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামের একজনের ১ জনের মরদেহ উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। শুক্রবার সকালে পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। আয়নাল হোসেন কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলো।
স্থানীয় লুকেন মন্ডল জানান, সকালে নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরি কাটটে যায় হঠাৎ মানুষের মত হাত দেখতে পায়। পরে বিষয়টা স্থানীয় লোকজন দের জানিয়ে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতর ভাই ময়নাল হোসেন জানান, আমার ভাই মানসিক ভাবে একটু অসুস্থ। পারিবারিক ভাবে তার শ্বশুর বাড়ির সাথে বেশ কিছু দিন ধরে ঝামেলা চল ছিলো। কিছু দিন আগে তার শ্বশুর বাড়ির লোকজন মারধর করেছে।
এ বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া বলেন, পুকুরের মধ্যে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করে করি। তার পরিচয় মিলেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.