
জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে পৌর ৮ নং ওয়ার্ড শেরনগর গ্রামে দু’টি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। রোববার সকালে পৌর শেরনগর গ্রামে বাংলাদেশ ব্যাংক এ্যাসোসিয়েশন ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকারের বাসভবন থেকে বেলকুচি যুবদলের সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর আলম প্রমানিকের মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে দু’টি পাওয়ার টিলার তুলে দেওয়া হয়।
এ সময় সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূঁইয়া, উপজেলা যুবদলের সদস্য বাবু শেখ, ৮ নং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক নুর মোহাম্মাদ, পৌর যুবদলের সদস্য রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ঢাকা ব্যাংক পিএলসি’র উদ্যোগে ৩০টি পাওয়ার টিলার, ৩০ টি ডিজেল চালিত ইঞ্জিন, ২ টা হারবেস্টার মেশিন উপজেলা বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিবরণ করা হয়।