
আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বেকার যুবক ও যুব নারীদের জন্য ড্রাইভিং, দর্জি ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ৬৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ দেওয়া হবে।
রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলার রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার অডিটোরিয়ামে দেড় মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের কর্যক্রম উদ্বোধন ও বক্তব্য রাখেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।
উপজেলার সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষের সঞ্চালনায় ও যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বেলকুচি সহকারী পুলিশ সুপার (সার্কেল) হুমায়ুন কবির, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।











