
জহুরুল ইসলামের স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বেলকুচি সদর ইউনিয়নের নতুন পরিষদ কমপ্লেক্স চত্বরে এ মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর এবং সিরাজগঞ্জ-৫ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ আলী আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে দেশ পরিচালনায় কোনো রাজনৈতিক দল জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বরং ক্ষমতায় এসে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে নিজেদের স্বার্থই পূরণ করেছে। তিনি বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য দরকার আল্লাহর আইন ও সৎ লোকের শাসন। জামায়াত ইসলামী দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতনের শিকার হলেও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাঁর মতে, সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আইয়ূব আলী। বিশেষ অতিথি ছিলেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উর-নবী সরকার ও উপাধ্যক্ষ মাওলানা আবুল হাশেম সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আহসান হাবীব, জামায়াত নেতা হারুনার রশিদ, মোনায়েম হোসেন ও আব্দুল হামিদ।
মাহফিলে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান এবং সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলী আলমের পক্ষে ব্যাপক জনমত গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।