জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার জামায়াতের ৩৬ জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫আগস্ট) বিকালে পৌর এলাকায় শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে এক গণমিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি - চৌহালী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ আলী আলম।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর- উন- নবী সরকার, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা আবুল হাসেম সরকার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, অফিস সম্পাদক মাওলানা আবুল হোসেন ভূইয়া, পৌরসভার আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মুসা হাশেমী প্রমুখ।
সভায় প্রধান অতিথি, শেখ হাসিনা সরকারের ১৭ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, স্বৈরাচার হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন, পীড়ন, নির্যাতন করেছে। একের পর এক মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতাদের হয়রানি করেছে।মানুষের জীবনকে অস্থিতিশীল করে তুলেছিল। শেখ হাসিনা এদেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করেছিল। তার হাত থেকে এ জাতিকে রক্ষায় ও হারানো গণতন্ত্র পূণ: প্রতিষ্ঠায় ৩৬ জুলাই' ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছিল। জাতী পেয়েছিল মুক্তির স্বাদ।
এরপর শেরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে একটি গণমিছিল উপজেলার আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী ওই গণমিছিলে অংশগ্রহণ করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.