
আরিফুল ইসলাম সোহেল বেলকুচি সিরাজগঞ্জ: বাইয়্যাতের মাধ্যমেই আল্লাহর সন্তোষ্টির পথে ইসলামী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম বলেছেন,দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সফল করার জন্য শুধু নয়: নিজেদের জীবন তাকওয়ার ভিত্তিতে সাজাতে ও পরোকালীন সাফল্যের জন্য ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মীদের শপথ নেয়া অপরিহার্য। সুতরাং,বাইয়্যাতের মাধ্যমেই একনিষ্ঠ কর্মী হয়ে আল্লাহর সন্তোষ্টির পথে ইসলামী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
শুক্রবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলার উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মীদের দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওঃ আবুল হাশেম সরকার পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য,জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম ও জেলা সেক্রেটারি অধ্যাপক মাওঃ জাহিদুল ইসলাম। বেলকুচি বহুমুখী মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরো বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,এনায়েতপুর থানা আমীর ডাঃ মাওঃ সেলিম রেজা,বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,মাওঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযম, অধ্যাপক মাজহারুল ইসলাম ও মাওঃ সাইদুল ইসলাম মোতাহার প্রমূখ। প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাওঃ শাহীনূর আলম উপস্থিত সবাইকে এলেম ও আমলে সমৃদ্ধ হওয়ার জন্য নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়নের আহবান জানান।
বিশেষ অতিথি জেলা নায়েবে আমীর আলী আলম দাওয়াতী কাজ কিভাবে করতে হবে উল্লেখ করে বলেন,আল্লাহ’র রাসুল (ﷺ) যেভাবে দাওয়াতী কাজ করেছেন, আমাদেরকেও ঠিক সেইভাবে সহিহ তরিকায় পেরেশানি নিয়ে উত্তম চারিত্রিক মাধুর্য দিয়ে দাওয়াতী কাজ করতে হবে।