
বাইয়্যাতের মাধ্যমেই আল্লাহর সন্তোষ্টির পথে ইসলামী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
আরিফুল ইসলাম সোহেল.বেলকুচি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী,সিরাজগঞ্জ জেলা মজলিশে শু’রা সদস্য ও বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল বলেছেন,দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন সফল করার জন্য শুধু নয়: নিজেদের জীবন তাকওয়ার ভিত্তিতে সাজাতে ও পরকালীন সাফল্যের জন্য ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মীদের শপথ নেয়া অপরিহার্য। সুতরাং,বাইয়্যাতের মাধ্যমেই একনিষ্ঠ কর্মী হয়ে আল্লাহর সন্তোষ্টির পথে ইসলামী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
গতকাল শনিবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা তারবিয়াত বিভাগের উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনায় তিনি এ কথা বলেন।
বেলকুচি উপজেলা কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওঃ সাইদুল ইসলাম মোতাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্ধদিবস ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় আরো বিষয় ভিত্তিক আলোচনা রাখেন,
বেলকুচি উপজেলা নায়েবে আমীরদ্বয় অধ্যাপক নূর-উন-নবী সরকার ও উপাধ্যক্ষ মাওঃ আবুল হাসেম সরকার,উপজেলা সেক্রেটারী অধ্যাপক মাওঃ মাজহারুল ইসলাম,সহকারী সেক্রেটারী মাওঃ মাহবুবুর রশিদ শামীম,বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার ও বেলকুচি পৌরসভার সেক্রেটারি ডাঃ সেরাজুল ইসলাম মেরাজ প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় জামায়াত নেতৃৃবৃন্দ,
দাওয়াতী কাজ কিভাবে করতে হবে উল্লেখ করে বলেন,আল্লাহ’র রাসুল (ﷺ) যেভাবে দাওয়াতী কাজ করেছেন, আমাদেরকেও ঠিক সেইভাবে সহিহ তরিকায় জামায়াতের ৩’দফা দাওয়াত ও ৪’দফা কর্মসূচিকে সামনে নিয়ে পেরেশানির সাথেই উত্তম চারিত্রিক মাধুর্য দিয়ে দাওয়াতী কাজ করতে হবে।
নেতৃবৃন্দ কর্মশালায়,উপস্থিত সবাইকে এলেম ও আমলে সমৃদ্ধ হওয়ার জন্য নিয়মিত কুরআন-হাদিস অধ্যয়নের পাশাপাশি জাগতিক যোগ্যতা অর্জনেরও বিশেষভাবে আহবান জানান।