
জামায়াত দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
আরিফ,বেলকুচি (সিরাজগঞ্জ) সাংবাদদাতাঃ জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শু’রা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ আলী আলম বলেছেন,জামায়াত পবিত্র কুরআনে বর্ণিত আল্লাহর বিধান অনুসরণ ও রাসুল (সাঃ) এর আদর্শকে ধারণ করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। সেই লক্ষ্যে জামায়াত যোগ্য জনবল, খোদাভারু নেতৃত্ব তৈরীতে কাজ করছে। রাষ্ট্রের এই বৃহৎ কাজে জনগণের সহযোগিতা একান্ত জরুরী। তাই জামায়াত দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
বৃহস্পতিবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার উদ্যোগে অঞ্চল ঘোষিত দাওয়াতী দশক এর শুভ উদ্বোধন উপলক্ষে
আয়োজিত এক চা-চত্রু ও দাওয়াতী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা অস্থায়ী কার্যালয় চত্বরে আয়োজিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা নায়েবে আমীর অধ্যাপক নূর-উন-নবী সরকার,
সহকারী সেক্রেটারি মাওঃ মাহবুবুর রশিদ শামীম,
উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ ছানোয়ার হোসাইন,অধ্যাপক মাজহারুল ইসলাম, বেলকুচি পৌরসভা আমীর মাওঃ গোলাম সারোয়ার,জামায়াত নেতা আব্দুর রহমান,মাওঃ আব্দুল মান্নান ও হাফেজ মাওঃ রফিকুল ইসলাম প্রমূখ।
জামায়াত নেতৃবৃন্দ বলেন,৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আমাদের তরুণ প্রজন্ম নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সামনে অপেক্ষা করছে। সেজন্য প্রয়োজন একদল খোদাভীরু নৈতিকতাসম্পন্ন সুনাগরিক। যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করবে। জামায়াত পতিত ফ্যাসিবাদী সরকারের সীমাহিন জুলুম-নিপীড়ন উপেক্ষা করে ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।
সমাবেশে নেতৃবৃন্দ,সকল বাধাঁ অতিক্রম করেই ইসলামী আন্দোলননে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যেতে দাওয়াতী কাজ ও সংগ্রাম অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই সংগ্রামে দেশপ্রেমিক জনতাকে জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে উপস্থিত সবাইকে দ্বীন প্রতিষ্ঠায় যথাযথভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।