জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের প্রতিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদল বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে কেক কর্তৃক, আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সহ সভাপতি মন্জুর কাদেরের সভাপতিত্বে র্যালী পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন ভূইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি কলেজ ছাত্র সংসদের সাবেক প্রো ভিপি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রেজাউল করিম, সাবেক যুগ্ম সম্পাদক আবু খালিদ রাজ্জাক, মোশাররফ হোসেন আকন্দ সহ অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।