জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মডেল পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ছিল বিরামহীন। ২৪ ঘণ্টা ছিল সেবার দরজা খোলা। এই সময়ে রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রটিতে গত এক মাসে প্রায় নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন ৭ প্রসূতির।
কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা মিনারা খাতুন জানান, ঈদের ৯ দিন ছুটিতে প্রতিদিন সেবা দিয়েছি। আমাদের এখানে ২৪ ঘন্টাই সেবা চালু থাকে। মানুষদের সেবাই ছিল আমাদের ঈদ আনন্দ। ডাক্তার, ভিজিটর, অ্যাটেনডেন্ট নার্স সবাই ডিউটিতেই ছিলেন। কেন্দ্রে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সেবা কার্যক্রম চালু রয়েছে ঈদের ছুটিতেও। আবার জরুরি সেবা হিসেবে মানবিক কারণে একই ভিজিটর প্রায় সময়ই ডিউটি করছে। এক ঘণ্টার জন্যও আমাদের সেবা কার্যক্রম বন্ধ হয়নি ঈদের এই লম্বা ছুটিতে। এখান থেকে সেবাপ্রত্যাশীরা নিয়মিত গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা ও নবজাতকের সেবা পাচ্ছে।
এব্যাপারে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা বলেন, আমাদের রাজাপুর ইউনিয়ন মডেল পরিবার কল্যাণ কেন্দ্রটি ঈদুল ফিতরের টানা ৯ দিন ছুটির মধ্যেই পরিবার কল্যাণ পরিদর্শক তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.