প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৫, ১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১০:১৩ অপরাহ্ণ
 বেলকুচিতে আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান মাস্টার কারাগারে 
  
    
    
    
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান মাস্টারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিস্ফোরক মামলায় তাকে বেলকুচি আমলী আদালতে হাজির করা হলে বিচারক এ নির্দেশ দেন।
এর আগে রোববার (২ অক্টোবর) রাতে উপজেলার নিজ বাড়ি থেকে জিল্লুর রহমান মাস্টারকে গ্রেপ্তার করে বেলকুচি থানা পুলিশ। পরে সোমবার দুপুরে বিস্ফোরক আইনের মামলায় তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
বেলকুচি থানার দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মামলাটি পূর্বে দায়ের করা বিস্ফোরক সংক্রান্ত ঘটনায় দায়ের হয়। গ্রেপ্তারকৃতকে প্রাথমিকভাবে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসারে আদালতে সোপর্দ করা হয়।
মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 
    
    
         
ইপেপার
        
        
         Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.