বেনজীর পরিবারের আট ফ্ল্যাট ও ২৫ একর জমির তত্ত্বাবধায়ক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আটটি ফ্ল্যাট এবং ২৫ একর ২৭ কাঠা জমি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি’) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানীর বাড্ডা ও আদাবরে থাকা আটটি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য আদালত তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমি, বান্দরবানে ২৫ একর জমি ও রাজধানীর উত্তরায় তিন কাঠা জমি রক্ষণাবেক্ষণেও তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন। আদালতের পূর্ণাঙ্গ আদেশের পর এসব সম্পত্তি রক্ষণাবেক্ষণে কোন সংস্থাকে তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হয়েছে তা জানা যাবে।

গত ১২ জুন এই ২৫ কাঠা ২৭ একর জমি ছাড়াও ঢাকার আটটি ফ্ল্যাট কোকের আদেশ দেন আদালত। এর আগে দুই দফায় রাজধানীর গুলশানের চারটি ফ্ল্যাট ছাড়াও গোপালগঞ্জ ও মাদারীপুরে ৬২১ বিঘা জমিসহ ১৯টি কোম্পানির শেয়ার ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। এছাড়াও ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৩টি ব্যাংক হিসাব এবং তিনটি বিও হিসাব (শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) অবরুদ্ধ করার হয়। পরে এসব সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়কও নিয়োগ দেন আদালত।

এরমধ্যে বেনজীর পরিবারের গুলশানে থাকা ৪টি ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণ ও দেখভালে আদালত দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দিয়েছিলেন। পাশাপাশি গোপালগঞ্জ ও মাদারীপুরে বেনজীর আহমেদের পরিবারের যেসব কৃষিজমি রয়েছে, জেলা দুটির কৃষি কর্মকর্তাদের ওইসব রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়। সেই সঙ্গে তাদের নামে থাকা মৎস্য ও প্রাণীর খামার দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে জেলার প্রাণিসম্পদবিষয়ক কর্মকর্তাকে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি’) ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সম্প্রতি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতি-অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধান শুরু করে দুদক। এ সমস্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। মাঠের অনুসন্ধান প্রক্রিয়া শেষে এখন মামলার প্রস্তুতি চলছে বলে দুদক সূত্রে জানা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজবাড়ীতে আলীপুর ইউনিয়নে দুই স্বামীর সংসার করছেন জান্নাতুল ফেরদৌস

ঠিকানা টিভি ডট প্রেস: রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস। প্রথম স্বামীর সঙ্গে সংসার করার সময়ই দ্বিতীয় বিয়ে করেন। দুই

ছেলেকে বিমানবন্দরে দিতে এসে আগুনে প্রাণ গেল বাবার

নিজস্ব প্রতিবেদক: শ্রমিক ভিসায় সৌদি আরবে যাওয়ার কথা ছিল একমাত্র ছেলে মনিম জমাদ্দারের। মঙ্গলবার সন্ধ্যার পর ফ্লাইট। ছেলেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিতে সোমবার সকালেই গ্রামের

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

ঠিকানা টিভি ডট প্রেস: মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে আকাশচুম্বী সব ভবন আর বিলাসবহুল জীবনযাত্রার শহর দুবাই। এক সময়ের ধু ধু মরুভূমি থেকে ঝা

এবার রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে কনসার্টে হামলা ছাড়াও দেশটির সামারা অঞ্চলে একটি তেল শোধনাগারে ড্রোন হামলা হয়েছে। এর ফলে তেল শোধনাগারটিতে লাগা আগুন ছড়িয়ে পড়েছে

বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি,ভারতীয় যুবক নিহত’

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এবার এক ভারতীয় যুবক রাকেশ হোসেন (৩০) নামের এক যুুবক নিহত হয়েছে।’ বৃহস্পতিবার (২৩ মে)

লাইভে জুবায়ের পন্থী বলায় আন্দোলনকারীদের হামলায় ছয় সাংবাদিক আহত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে তাবলীগ জামাতের জুবায়ের পন্থীরা নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচির লাইভ সম্প্রচারকালে ‘জুবায়ের পন্থী’ বাক্য উচ্চারণ করায় রোববার