বেনজীর আহমেদের পরিণতি কি হবে’

নিজস্ব প্রতিবেদক: বেনজীর আহমেদ এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত চরিত্রের নাম। একদিকে দুর্নীতি দমন কমিশন তার সকল সম্পত্তি জব্দ করেছে। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা এখন তুঙ্গে। এমনকি সরকারি মহলেও তার তীব্র সমালোচনা হচ্ছে। এমন একজন লোক এখন খুঁজে পাওয়া যাবে না যিনি বেনজীরের পক্ষ অবলম্বন করছেন। তার দু-একজন ব্যবসায়িক পার্টনার বা একান্ত অনুরাগীরা ছাড়া আর কেউই তার পক্ষে নেই। এমন একটি বাস্তবতায় আজ দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তাকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিপুল আয়ের উৎস সম্পর্কে জানার জন্য দুর্নীতি দমন কমিশন তাকে তলব করবে বলে জানা গেছে। এছাড়াও দুর্নীতি দমন কমিশন তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।’

এখন বেনজীর আহমেদকে নিয়ে যা হচ্ছে তা হলো ‘পাবলিক ট্র্রায়াল’। সাধারণ মানুষের আদালতে বেনজীর আহমেদ ইতোমধ্যেই দোষী প্রমাণিত হয়ে গেছেন। সাধারণ মানুষের পক্ষ থেকে কোন রকম অনুশোচনা বা সহানুভূতি পাচ্ছেন না। কিন্তু আইনগত প্রক্রিয়া কি হবে? দুর্নীতি দমন কমিশন যে প্রক্রিয়া শুরু করেছে সেই প্রক্রিয়ায় বেনজীর আহমেদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। শুধুমাত্র তার বিরুদ্ধে যে অভিযোগগুলো কালের কণ্ঠে উত্থাপিত হয়েছিল সেই অভিযোগগুলোর ব্যাপারে অনুসন্ধান চালানো হচ্ছে। এই অনুসন্ধান চালাতে গিয়ে যে তথ্য পাওয়া গেছে তার প্রেক্ষাপটেই সাবেক এই পুলিশ প্রধানের সম্পত্তি জব্দ করা হয়েছে। এখন এটির আইনি প্রক্রিয়া কি’?

আইনজীবীরা বলছেন, এর আইনি প্রক্রিয়ার কতগুলো ধাপ রয়েছে। এখন যেহেতু প্রাথমিক ভাবে দেখা গেছে যে, বেনজীর আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ গুলো উত্থাপিত হয়েছে তার সত্যতা রয়েছে এবং তার জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ রয়েছে। এমন প্রেক্ষাপটে বেনজীর আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান খুব শীঘ্রই শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এটি অনুসন্ধান শেষ হয়ে যাওয়ার পর অনুসন্ধানী প্রতিবেদনে উপস্থাপন করা হবে। কমিশন এই অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিবে। অথবা মামলা না করার সিদ্ধান্ত নিবে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরী হয়েছে এবং বেনজীর আহমেদের ব্যাপারে সরকারের যে মনোভাব তাতে সু-স্পষ্ট হয়ে গেছে যে, বেনজীর আহমেদের বিরুদ্ধে হয়তো মামলা করারই সিদ্ধান্ত নিবে দুর্নীতি দমন কমিশন। মামলা করার পর পরই দুর্নীতি দমন কমিশন এজাহারের বিষয়ে তদন্ত করবে এবং এই তদন্ত প্রক্রিয়া শেষ হলে তারা একটি নির্দিষ্ট থানায় (বেনজীর আহমেদ যে এলাকায় থাকেন, যেখানে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে) মামলা করা হবে। এবং এ মামলার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেনজীর আহমেদকে গ্রেপ্তার করতে পারেন। অথবা আদালতের অনুমোদন পর্যন্ত অপেক্ষা করতে পারেন।’

এক্ষেত্রে দু’রকমের অবস্থানই দেখা গেছে, যদি থানায় মামলার পরপরই বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা নাও হয় সেক্ষেত্রে চার্জশিটের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এর আগেও দুর্নীতি দমন কমিশন তাকে গ্রেপ্তার করতে পারে। এরপর মামলার বিচারপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এবং সেখানে বেনজীর আহমেদ আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন। দুর্নীতি দমন কমিশনের যে মামলার প্রক্রিয়া তা একটি দীর্ঘ প্রক্রিয়া। এমনকি ২০০৬-২০০৭ সালে যে মামলা হয়েছিল সে মামলারই এখন অনেকগুলোর বিচার সম্পন্ন হয়নি। মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন সহ অনেকের মামলায় দীর্ঘদিন ঝুলে আছে। কাজেই, আইনের আদালতে বেনজীর আহমেদ কতদিনে দোষী প্রমাণিত হবে সেটা জানা যাবে ভবিষ্যতে। তবে বেনজীর আহমেদ যে জনতার আদালতে ইতোমধ্যেই দোষী প্রমাণিত হয়েছে তা নিশ্চিত করেই বলা যায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজার ইসরায়েলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে দুটি বাড়িতে ইসরায়েলের পৃথক হামলায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।’ এ

যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ড

জেমস আব্দুর রহিম রানা: যশোরে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্রামের

বেলকুচিতে সীমানা দখলকে কেন্দ্র করে বৃদ্ধা আহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রতিবেশীর সাথে জায়গার সীমানাকে কেন্দ্র করে সংঘর্ষে হবিবুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধা আহত হয়েছে। ঘটনাটি শুক্রবার (১৫ নভেম্বর)

মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে খাবারের আয়োজন করলেন-বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনী জামিয়াতুল উলুম আল ইসলামিয়া কওমী মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীদেরকে দুপুরের খাবার খাওয়ালেন জেলা বিএনপির

ব্র্যাকের শিক্ষক আসিফের চাকরিচ্যুতির ঘটনায় জাতীয় শিক্ষক ফোরামের ক্ষোভ

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার গল্প ‘শরীফ থেকে শরীফা’ সমালোচনা ও জনসম্মুখে বইয়ের পাতা ছিঁড়ে ফেলার জেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন

শেখ হাসিনা ‘বৈধ’ প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন: শুভেন্দুর দাবি

আন্তর্জাতিক ডেস্ক: শেখ হাসিনাই বাংলাদেশের ‘বৈধ’ প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, অন্তর্বর্তী সরকার ‘অবৈধ’। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল