বেনজীরের বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: বেনজীর আহমেদকে গত ৬ জুন দুর্নীতি দমন কমিশন তলব করেছিল। সরজমিনে তার বক্তব্য এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলোর ব্যাপারে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল বেনজীর আহমেদকে। কিন্তু বেনজীর আহমেদ এদিন হাজির হননি। ৮ জুনের আগেই তার আইনজীবীর মাধ্যমে ১৫ দিনের সময় প্রার্থনা করেছিলেন সাবেক পুলিশপ্রধান। তবে দুর্নীতি দমন কমিশন তাকে আবার ২৩ জুন তলব করেছে। আগামী রোববার দুর্নীতি দমন কমিশনে হাজির হতেই হবে বেনজীর আহমেদকে। যদিও ঐদিন তিনি হাজিরা দিতে ব্যর্থ হন তাহলে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করবে বলে জানা গেছে।’

দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী এরপর তারা বেনজীর আহমেদকে হাজির করার জন্য আদালতের কাছে আবেদন করবেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্যও আবেদন করা হবে।

উল্লেখ্য যে, বেনজীর আহমেদের ব্যাপক দুর্নীতি এবং অনিয়মের তথ্যাদি নিয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করেছে। দেশের সর্বোচ্চ আদালত দুদককে এই তদন্ত করার জন্য নির্দেশনা প্রদান করেছিল। তদন্ত করতে চেয়ে দুর্নীতি দমন কমিশন বেনজীর আহমেদের বিপুল সম্পদের তথ্য প্রাথমিকভাবে পায় এবং এই প্রাথমিক তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আদালতের শরণাপন্ন হয়। আদালতের কাছে দুই দফায় দুর্নীতি দমন কমিশন বেনজীরের বিপুল সম্পদ ক্রোক করার অনুমতি প্রার্থনা করে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে বেনজীরের বিপুল সম্পদ এখন পুলিশ হেফাজতে রয়েছে।’

অবশ্য এ সব ঘটনার আগেই বেনজীর আহমেদ দেশ ছেড়ে চলে গেছেন। তিনি এখন কোথায় অবস্থান করছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কোন কোন মহল বলছেন, তিনি দুবাই অবস্থান করছেন। কারও কারও মতে, তিনি তুরস্কে অবস্থান করছেন। বেনজীর আহমেদ তার স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বলেও কোনো কোনো গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে তার সঠিক অবস্থান সম্পর্কে সুনিশ্চিত ভাবে কোন তথ্য কেউ দিতে পারেনি। তবে বিদেশে থেকেও বেনজীর আহমেদ তার ঘনিষ্ঠদের সঙ্গে ঢাকায় যোগাযোগ করেছেন এবং তার আইনি প্রক্রিয়া নিয়েও তিনি কথা বলছেন।

একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, আপাতত বেনজীর আহমেদের দেশে ফেরার সম্ভাবনা নেই। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, হয়রানির শিকার হতে পারেন-এই কারণেই বেনজীর হয়তো দেশে ফিরবেন না।

একটি সূত্র নিশ্চিত করেছে যে, বেনজীর আহমেদ ইতোমধ্যে তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং সেখানকার পাসপোর্ট নিয়ে তিনি বিদেশে অবস্থান করছেন। সেটি যদি সত্যি হয় তাহলে বেনজীর আহমেদের আপাতত দেশে ফেরার কোন সম্ভাবনা নেই। আর সে ক্ষেত্রে বেনজীর আহমেদের মামলার আইনি প্রক্রিয়া কী হবে সে সম্পর্কে আইনজীবীরা বলছেন যে, যদি দুর্নীতি দমন কমিশনের আবেদনে সাড়া না দিয়ে বেনজীর বিদেশে অবস্থান করেন, তাহলে দুদকের আইন খুবই পরিষ্কার। এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন প্রথমে তাকে গ্রেপ্তার করার জন্য আবেদন করবেন। এরপর তাকে ফেরারি ঘোষণা করা হবে। এই অবস্থায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলাকে এগিয়ে নেবে।

দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী একজন আসামি যদি অনুপস্থিত থাকে তাহলে তার অনুপস্থিততে বিচারে আইনগত কোন বাঁধা নেই। সে ক্ষেত্রে বেনজীর আহমেদ পালিয়ে থাকলেও তার বিচার বাঁধাগ্রস্ত হবে না। বরং এক্ষেত্রে বিচার আরও দ্রুত নিষ্পত্তি হবে। আর এ কারণেই দুদকের মামলায় পালিয়ে থাকার চেয়ে আত্মসমর্পণ করাই সঠিক বলে অনেকে মনে করেন। তবে বেনজীর আহমেদ কি করবেন সে ব্যাপারে সিদ্ধান্ত তাকেই নিতে হবে। তবে এখন পর্যন্ত সে সমস্ত মনোভাব দেখা যাচ্ছে তাতে আগামী ২৩ জুন তার ফিরে আসার সম্ভাবনা খুবই কম।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাথাপিছু মাসিক আয় ৩৫ টাকা বেড়ে ২৭৮৪ ডলার

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি অর্থবছর প্রায় শেষের দিকে। এর আগেই চলতি ২০২৩-২৪ অর্থ বছরে সাময়িক হিসাব অনুযায়ী ধারণা করা হচ্ছে মোট দেশজ উৎপাদন (জিডিপি)

‘সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা’

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো

ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত দুই সাংবাদিক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত

কবি নজরুল কলেজে ছাত্রদলের ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর

সাবেক সচিব নাসির উদ্দীনকে সিইসিকে করে নতুন নির্বাচন কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিইসি ও চার

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশি জন্মসনদ’

নিজস্ব প্রতিবেদক: দেশের জন্ম ও মৃত্যুসনদ সার্ভারে পাওয়া গেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশি জন্মসনদ! সেখানে দেখা যাচ্ছে, আবেদনকারীর নাম ‘জাস্টিন ট্রুডো’। তিনি আবেদন করেছেন