বেনজীরের বিজনেস পার্টনারদের সম্পদ খুঁজছে দুদক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম আজ বলেছেন যে, সাবেক পুলিশপ্রধান বেনজীরের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো দাখিল করা হয়েছিল সেই অভিযোগগুলোর সত্যতা মিলেছে, খুব শীঘ্রই তার বিরুদ্ধে মামলা করা হবে। দুর্নীতি দমন কমিশন সাবেক পুলিশপ্রধানের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের ব্যাপারে তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে। ইতোমধ্যে বেনজীর আহমেদের বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করা হয়েছে। আর এখন বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি গ্রহণ করছে দুর্নীতি দমন কমিশন।

দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো বলছে যে, বেনজীর আহমেদের বিপুল সম্পদের খোঁজ নিতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সাবেক এই পুলিশপ্রধান কেবল নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ করেননি, অনেক প্রতিষ্ঠানের সঙ্গেও তিনি বাণিজ্যিক এবং ব্যবসায়িক সম্পর্ক করেছেন। এদের মধ্যে কেউ কেউ তার বিজনেস পার্টনার হিসেবেও পরিচিত ছিল। এখন এই সমস্ত বিজনেস পার্টনারদের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন খোঁজ খবর নিচ্ছে। বেনজীর আহমেদ কীভাবে তাদেরকে টাকা হস্তান্তর করেছেন এবং এই টাকা পেয়ে তারা কীভাবে বেনজীর আহমেদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক করেছেন সে ব্যাপারেও খোঁজ খবর নেওয়া হচ্ছে।’

ইতোমধ্যে একজন সংসদ সদস্য অভিযোগ করেছেন যে, তার মালিকানাধীন টেলিভিশন চ্যানেল বেনজীর আহমেদ অস্ত্রের জোরে লিখে নেন এবং সেখানে তিনি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন। একজন ব্যবসায়ীর নামও উল্লেখ করেছেন। শুধু এই ব্যবসায়ী নয়, সাম্প্রতিক সময়ে ফুলেফেঁপে ওঠা বেশ কয়েকজন ব্যবসায়ী বেনজীর আহমেদের ঘনিষ্ঠ বিজনেস পার্টনার ছিলেন, যাদেরকে বেনজীর আহমেদ বিভিন্ন সময়ে সুযোগ সুবিধা দিয়েছেন। বেনজীর আহমেদের লুন্ঠিত অর্থ যাদের কাছে গচ্ছিত রাখা হয়েছে এবং ঐ অর্থ যারা বিনিয়োগ করেছেন এরকম অন্তত ১০ জন ব্যবসায়ীর প্রাথমিক তথ্য দুর্নীতি দমন কমিশন পেয়েছে বলে জানা গেছে।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, ব্যাংকিং সেক্টরে রকম একজন প্রভাবশালী ব্যক্তি, একজন এখন ফার্নিচার ব্যবসায়ী সহ বেশ কিছু ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছে যে সমস্ত ব্যবসায়ীরা বেনজীর আহমেদের কাছ থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়েছেন এবং বেনজীর আহমেদকে তাদের পার্টনার হিসেবে গ্রহণ করেছেন।

দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব সূত্রগুলো বলছে, এই সমস্ত তথ্যগুলো তারা এখন বিচার বিশ্লেষণ এবং যাচাই বাছাই করেছেন। যাচাই বাছাই শেষ হওয়ার পরই এ ব্যাপারে তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন। যারা বেনজীরের বিজনেস পার্টনার রয়েছেন তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে দুর্নীতি দমন কমিশনের সূত্রগুলো বলছে যে, যে সমস্ত ব্যবসায়ীরা বেনজীর আহমেদকে অবৈধ সুযোগ সুবিধা দিয়েছেন আর অন্যদিকে যাদেরকে বেনজীর আহমেদ তার লুণ্ঠিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছেন তারা সবাই অভিযুক্ত। তবে দুদক প্রথম ধাপে বেনজীর আহমেদের দুর্নীতি তদন্ত করছে। পরবর্তী ধাপে তারা এ ধরনের অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এমপি আনারের অতীত ইতিহাস ও রাজনৈতিক উত্থান

ঠিকানা টিভি ডট প্রেস: এমপি আনারের রাজনৈতিক উত্থান ঝিনাইদহের কালীগঞ্জ থেকেই। এক সময় চরমপন্থিদের নিয়ন্ত্রণ করলেও পরে যোগ দেন রাজনীতিতে। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের

তাড়াশে গ্রীন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ নিয়ে কাজ করছে ভিলেজ ভিশন 

লুৎফর রহমান তাড়াশ: গ্রীন বাংলাদেশ ক্লিন বাংলাদেশ এই প্রতিপাদ্য সমানে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে অর্জুন, বহেরা,নিম, বট, পলাশ, জারুল, কৃষ্ণচূড়া, কাঠবাদাম, জাম ,আমলকি সহ ৬০

এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হত্যায় বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

জহুরুল ইসলাম,স্টাফ রিপোর্টার: ইফতার মাহফিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত হন সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে সেনাবাহিনীর যৌথ অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে: ড. আসিফ নজরুল

ঠিকানা টিভি ডট প্রেস: সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩ অক্টোবর)’ রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে

ভারতে পালানোর সময় আটক আ.লীগ নেতা আসাদুর রহমান কিরণ

নিজস্ব প্রতিবেদক: ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান কিরণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ নভেম্বর)।