সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বিস্ফোরক আইনের মামলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রনি মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) ভোররাতে পৌর এলাকার মুকুন্দগাঁতী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রনি মিত্র ওই গ্রামের রাম মিত্রের ছেলে। তিনি বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
থানা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বিএনপির মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় ২০২৫ সালের ৫ জানুয়ারি বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। মামলায় রনি মিত্র এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.