আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদ পানে করে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি আছেন ৬৮ জন। এ ঘটনায় সন্দেহভাজন এক বুটলেগারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন') এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভারতের তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষাক্ত মদ পানের পর অন্তত ২৯ জন মারা গেছেন। গত কয়েকদিন ধরে বিষাক্ত মদ পান করেছেন এমন ৬৮ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভেজাল মদ পানের কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তামিলনাড়ুর একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, “তারা ঠিক কী খেয়েছিল তা আমরা তদন্ত করছি। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
এক বিবৃতিতে রাজ্য সরকার বলেছে, ২৬ জনের পান করা দেশি মদের প্যাকেট থেকে নমুনা নিয়ে ফরেনসিক পরীক্ষা করা হয়েছে এবং সেখানে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়া গেছে।'
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন নিহতদের প্রতি সমবেদনা ও তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.