বিশ্বের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনার ত্রিমুকুট

ঠিকানা টিভি ডট প্রেস: কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে আজ শ্বাসরুদ্ধকর ম্যাচে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা জিতেছে আর্জেন্টিনা। এই জয়ে একটি ত্রিমুকুটও পেয়ে গেলেন মেসিরা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা জিতল ২০২৪ সালের কোপা আমেরিকা।

২০১০ সালে স্পেন এই কীর্তি গড়েছিল বিশ্বকাপের আগে ও পরে ইউরোর শিরোপা জিতে। ইউরোর শিরোপা দুটি তারা জিতেছে ২০০৮ ও ২০১২ সালে। এবার কোপা জিতে সে রকমই অনন্য এক ত্রিমুকুটের রেকর্ড গড়লো আর্জেন্টিনা।’

সোমবার (১৫) জুলাই ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় ভোর ৬টায়। স্টেডিয়ামে কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে শুরুতেই আধঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার ম্যাচ। পরবর্তীতে আবারও ১৫ মিনিট পেছায় ম্যাচটি। এরপর আরও ৩০ মিনিট পেছায় ম্যাচ শুরুর সময়। খেলা শুরুর নতুন সময় বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিট।

জানা গেছে, স্টেডিয়ামে খেলোয়াড়দের প্রবেশের সময় উচ্ছৃঙ্খল কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে পড়ে মায়ামির হার্ডরক স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। কলম্বিয়ান অধ্যুষিত সেই অঞ্চলের অনেকেই ফাইনালের ভেন্যুতে প্রবেশের চেষ্টা চালান। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশের।

এ ম্যাচে প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দলই। এরপর দ্বিতীয়ার্ধেও গোলের লক্ষ্যে লড়াই করেছে দুই দল। যদিও কলম্বিয়া অনেক সুযোগ পেয়েছিল। সুযোগ পেয়েছিল আর্জেন্টিনাও। কিন্তু কেউ-ই পায়নি জালের নাগাল। ফলে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। লিওনেল স্কালোনির শিষ্যরা একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে বাতিল হয় তা।’

প্রথমার্ধ শেষে কলম্বিয়ার বলের দখল ছিল ৫৩ শতাংশ, আর্জেন্টিনার ৪৭ শতাংশ। কলম্বিয়া গোলে শট নিয়ে লক্ষ্যে রেখেছে ৪টি, আর্জেন্টিনা ১টি। কলম্বিয়ার মোট পাস ২৫৭টি, আর্জেন্টিনা ২৩২টি। নিখুঁত পাসেও এগিয়ে ছিল কলম্বিয়া-৯০ শতাংশ, আর্জেন্টিনা ৮৭ শতাংশ।

এরপর কোনো দলই লক্ষ্যভেদ করতে না পারায় নির্ধারিত নব্বই মিনিট পর ম্যাচটি রয়েছে গোলশূন্য। ফলে অতিরিক্ত আরও ত্রিশ মিনিট খেলে দুই দল। তবে ম্যাচের ১১২ মিনিটের মাথায় ডি বক্সের সামনে থেকে লো সেলসো ফ্লিকে বল বাড়িয়ে দেন ডানদিকে থাকা লাওতারোকে। বল পেয়েই এই ফরোয়ার্ড ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস। তার মাথার উপর দিয়ে জোরালো শট নিয়ে বল জালে জড়ান ইন্টার মিলানের তারকা মার্টিনেজ। তার গোলে ১-০তে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

এদিকে, ইনজুরি সমস্যায় ম্যাচটিতে পুরো সময় খেলা হয়নি লিওনেল মেসির। ৬৬ মিনিটে বদলি করা হলো তাকে। এরপর ডাগআউটে পৌঁছে অঝোরে কাঁদলেন মেসি। তার বদলি হিসেবে নেমেছেন নিকোলাস গঞ্জালেস। ম্যাচের ৩৭তম মিনিটেই মূলত ইনজুরিতে পড়েন মেসি। আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইটব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার।

এরপরেই ব্যাথানাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির। খেলায়ও ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেছেন সতর্কভাবেই। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে আর নিজেকে মেলে ধরতে পারলেন না মেসি। খেললেন ৬৩ মিনিট পর্যন্ত। প্রেসিং করতে গিয়েই পড়ে যান মাঠে। সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে দিলেন আনহেল ডি মারিয়ার কাছে। সাইডবেঞ্চে বসেই এরপর কান্নায় ভেঙে পড়েন মেসি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরিয়ায় ইসরায়েল কী চায়

অনলাইন ডেস্ক: বিদ্রোহীদের আক্রমণের মুখে গত রোববার ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এরপর থেকেই প্রতিবেশী দেশটির অভ্যন্তরে আগ্রাসনের চেষ্টা চালিয়ে

‘বিদেশ যাওয়ার জন্য রাজনীতি ছেড়ে দেওয়ার মুচলেকা দেবেন বেগম জিয়া’

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার জন্য নতুন করে আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শামীম ইস্কান্দারের করা এই আবেদন এখন আইন মন্ত্রণালয়ে

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ৪৫

নিজস্ব প্রতিবেদক: অপরাধপ্রবণ এলাকা হয়ে ওঠা রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা উন্নতি করতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে এলাকাবাসীর বিক্ষোভের পর শনিবার রাতেই যৌথ বাহিনীর অভিযানে ৪৫

চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট’) রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি করা

সিরাজগঞ্জে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি’) সকালে বগুড়া-নগরবাড়ী

প্রধানমন্ত্রীর সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ঠিকানা টিভি ডট প্রেস: দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শুরুতে শুক্রবার (২১ জুন’) সন্ধ্যায় নয়াদিল্লির তাজ হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ