বিশ্বের দীর্ঘতম ৭ নদী

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় প্রায় ৯০০ নদ-নদী আছে এ দেশে। কোনো কোনোটার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীগুলোর তুলনায় তা সামান্যই বলা যায়। যেমন পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪৫ কিলোমিটার, মেঘনা ১৫৬ কিলোমিটার। পৃথিবীতে প্রায় ১ লাখ ৫০ হাজার নদী রয়েছে (তবে বাংলাদেশের মতো এগুলোকে নদ বা নদী হিসেবে আলাদা করা হয় না)। এর মধ্যে সবচেয়ে বড় নদী কোনগুলো, তা জানার চেষ্টা করব এ লেখায়।

নীল নদ

বিশ্বের সবচেয়ে বড় নদী আফ্রিকার নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও বিশ্বের দীর্ঘতম নদী এটি। এর দুটি উপনদী রয়েছে। শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। উপনদী দুটি সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে।’

আমাজন নদী

পেরু, কলম্বিয়া ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে স্বীকৃত হলেও অনেকে তা মানতে নারাজ। তাদের মতে বিশ্বের দীর্ঘতম নদী আসলে আমাজন। সম্পূর্ণ দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪০ শতাংশ জুড়ে রয়েছে এটি। বিশেষজ্ঞদের মতে, আমাজন নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৫০০ কিলোমিটার।

ছাং চিয়াং নদী 

চীনের ছাং চিয়াং বা ইয়াং ৎসি চিয়াং বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। এটি তিব্বতের ছিয়াং হাই মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে সাংহাইয়ের কাছাকাছি পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। এশিয়ার দীর্ঘতম এ নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার। তবে একক দেশের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। এর ৭০০-এর বেশি উপনদী আছে।’

মিসিসিপি নদী

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দ্বীর্ঘতম নদী মিসিসিপি। এ নামের অর্থ মহানদী। মিসিসিপি, মিসৌরি ও জেফারসন নদী নিয়ে গঠিত মিসিসিপি নদীব্যবস্থা বিশ্বে চতুর্থ দীর্ঘতম। এটি ৬ হাজার ২৭৫ কিলোমিটার দীর্ঘ। যুক্তরাষ্ট্রের ৩১টি রাজ্য ও কানাডার দুটি প্রদেশের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে।

ইয়েনিসেই নদী 

সাইবেরিয়ার ইয়েনিসেই নদীর দৈর্ঘ্য ৫ হাজার ৫৩৯ কিলোমিটার। নদীটি রাশিয়ার সায়ান পর্বতমালায় একটি গভীর গিরিখাত ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর্কটিক মহাসাগরে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্য অন্যতম।

হোয়াংহো নদী

চীনের এই নদীটি দ্য ইয়ালো রিভার বা হলুদ নদী নামেও পরিচিত। চীনা ভাষায় হোয়াংহো শব্দের অর্থ হলুদ। চীনের দ্বিতীয় বৃহত্তম নদীটির দৈর্ঘ্য ৫ হাজার ৪৬৪ কিলোমিটার। চীনের নয়টি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পোহাই উপসাগরে গিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীতে সবচেয়ে বেশি পলি মাটি রয়েছে। প্রতি ঘনফুটে আছে প্রায় ১ কেজি পলিমাটি।

ওব নদী

রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত ওব নদী। এর উৎপত্তি হয়েছে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার ঢালে। ৩ হাজার ৬৮০ কিলোমিটার দীর্ঘ নদীটি প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের ওব উপসাগরে পতিত হয়েছে। শীতকালে এ নদীর পানি জমে বরফ হয়ে যায়। ফলে যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাফুফের সালাম মুর্শেদীকে ফিফার জরিমানা, বাড়ল সোহাগের নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক: বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীকে ১০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি

প্রচন্ড শীতে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাঃ

আব্দুল লতিফ সরকার,আদিতমারী প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রামে সকাল থেকে বিকেল পযন্ত  দেখা মিলছে না সূর্যের আলোর , কুয়াশায় চারপাশ ঢাকা পুরো পাটগ্রাম শহর। শীতে জবুথবু প্রাণপ্রকৃতি,

কলকাতা থেকে ফ্যাসিবাদী চক্র সক্রিয়: অভিযোগ বিএনপির প্রচার সম্পাদকের

ঢাকা উত্তর প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কলকাতায় বসে ‘ফ্যাসিবাদের দোসররা’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম

ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলায় নিহত ৭, আহত শতাধিক

অনলাইন ডেস্ক: ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রোববারের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী

৫ আগস্ট রাতে বঙ্গভবনে ৩ শিক্ষার্থীকে কে নিয়েছিলেন, জানালেন ফিরোজ আহমেদ 

ঠিকানা টিভি ডট প্রেস: ঐতিহাসিক ৫ আগস্ট রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনায় অংশ নিতে বঙ্গভবনে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এসেছিলেন ৩ শিক্ষার্থী প্রতিনিধি। ৩