বিশ্বের দীর্ঘতম ৭ নদী

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় প্রায় ৯০০ নদ-নদী আছে এ দেশে। কোনো কোনোটার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীগুলোর তুলনায় তা সামান্যই বলা যায়। যেমন পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪৫ কিলোমিটার, মেঘনা ১৫৬ কিলোমিটার। পৃথিবীতে প্রায় ১ লাখ ৫০ হাজার নদী রয়েছে (তবে বাংলাদেশের মতো এগুলোকে নদ বা নদী হিসেবে আলাদা করা হয় না)। এর মধ্যে সবচেয়ে বড় নদী কোনগুলো, তা জানার চেষ্টা করব এ লেখায়।

নীল নদ

বিশ্বের সবচেয়ে বড় নদী আফ্রিকার নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও বিশ্বের দীর্ঘতম নদী এটি। এর দুটি উপনদী রয়েছে। শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। উপনদী দুটি সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে।’

আমাজন নদী

পেরু, কলম্বিয়া ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে স্বীকৃত হলেও অনেকে তা মানতে নারাজ। তাদের মতে বিশ্বের দীর্ঘতম নদী আসলে আমাজন। সম্পূর্ণ দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪০ শতাংশ জুড়ে রয়েছে এটি। বিশেষজ্ঞদের মতে, আমাজন নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৫০০ কিলোমিটার।

ছাং চিয়াং নদী 

চীনের ছাং চিয়াং বা ইয়াং ৎসি চিয়াং বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। এটি তিব্বতের ছিয়াং হাই মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে সাংহাইয়ের কাছাকাছি পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। এশিয়ার দীর্ঘতম এ নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার। তবে একক দেশের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। এর ৭০০-এর বেশি উপনদী আছে।’

মিসিসিপি নদী

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দ্বীর্ঘতম নদী মিসিসিপি। এ নামের অর্থ মহানদী। মিসিসিপি, মিসৌরি ও জেফারসন নদী নিয়ে গঠিত মিসিসিপি নদীব্যবস্থা বিশ্বে চতুর্থ দীর্ঘতম। এটি ৬ হাজার ২৭৫ কিলোমিটার দীর্ঘ। যুক্তরাষ্ট্রের ৩১টি রাজ্য ও কানাডার দুটি প্রদেশের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে।

ইয়েনিসেই নদী 

সাইবেরিয়ার ইয়েনিসেই নদীর দৈর্ঘ্য ৫ হাজার ৫৩৯ কিলোমিটার। নদীটি রাশিয়ার সায়ান পর্বতমালায় একটি গভীর গিরিখাত ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর্কটিক মহাসাগরে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্য অন্যতম।

হোয়াংহো নদী

চীনের এই নদীটি দ্য ইয়ালো রিভার বা হলুদ নদী নামেও পরিচিত। চীনা ভাষায় হোয়াংহো শব্দের অর্থ হলুদ। চীনের দ্বিতীয় বৃহত্তম নদীটির দৈর্ঘ্য ৫ হাজার ৪৬৪ কিলোমিটার। চীনের নয়টি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পোহাই উপসাগরে গিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীতে সবচেয়ে বেশি পলি মাটি রয়েছে। প্রতি ঘনফুটে আছে প্রায় ১ কেজি পলিমাটি।

ওব নদী

রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত ওব নদী। এর উৎপত্তি হয়েছে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার ঢালে। ৩ হাজার ৬৮০ কিলোমিটার দীর্ঘ নদীটি প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের ওব উপসাগরে পতিত হয়েছে। শীতকালে এ নদীর পানি জমে বরফ হয়ে যায়। ফলে যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

[শিক্ষা মূলক গল্প] সেই দিন থেকে, কারো কথা কানে তুলি না – কবির বিন সামাদ

  হ্যা একটা গল্প পড়েছিলাম – এক ব্যক্তি নাকি তার বউ কে নিয়ে গাঁধার পিঠে চড়ে যাচ্ছিলো। পথিমধ্যে কিছু লোক তার সমালোচনা শুরু করলো এই

হিজড়াদের সঙ্গে চুক্তি, শর্ত ভঙ্গ করলেই ব্যবস্থা!

ঠিকানা টিভি ডট প্রেস: সংবাদ মাধ্যমগুলোতে প্রায়ই খবর আসে-বিয়ে বাড়িতে চাঁদা দাবি করে না পেয়ে ভাঙচুর করেছে হিজড়ারা, অবরুদ্ধ হয়েছে পরিবার। নবজাতক হওয়ার খবরে বাসায়

‘অস্ত্র আমদানি ও সামরিক শক্তিতে এগিয়ে যেসব দেশ’

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশগুলো এশিয়া (মধ্যপ্রাচ্যসহ’) ও ওশেনিয়া অঞ্চলের। সুইডেনভিত্তিক ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই)

বেলকুচিতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মৌমাছির কামড়ে আনছার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সগুনা কালিবাড়ী

রাজশাহী কলেজে “মহাবিশ্ব ইনসান ও নামাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ আরবি ও ইসলাম শিক্ষা বিভাগ পরিচালিত ইসলামিক কালচারাল ফোরামের আয়োজনে ” মহাবিশ্ব ইনসান ও নামাজ “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬

অবশেষে কেন্দ্রীয় ব্যাংক জানালো, দেশের প্রকৃত রিজার্ভ ১৬ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রকৃত রিজার্ভ নিয়ে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হলেও নিশ্চুপ ছিল কেন্দ্রীয় ব্যাংক। অবশেষে দেশের ব্যয়যোগ্য বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কত