বিশ্বের দীর্ঘতম ৭ নদী

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ নদীমাতৃক দেশ। ছোট-বড় প্রায় ৯০০ নদ-নদী আছে এ দেশে। কোনো কোনোটার দৈর্ঘ্য প্রায় ৬০০ কিলোমিটার। কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীগুলোর তুলনায় তা সামান্যই বলা যায়। যেমন পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪৫ কিলোমিটার, মেঘনা ১৫৬ কিলোমিটার। পৃথিবীতে প্রায় ১ লাখ ৫০ হাজার নদী রয়েছে (তবে বাংলাদেশের মতো এগুলোকে নদ বা নদী হিসেবে আলাদা করা হয় না)। এর মধ্যে সবচেয়ে বড় নদী কোনগুলো, তা জানার চেষ্টা করব এ লেখায়।

নীল নদ

বিশ্বের সবচেয়ে বড় নদী আফ্রিকার নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৬৫০ কিলোমিটার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও বিশ্বের দীর্ঘতম নদী এটি। এর দুটি উপনদী রয়েছে। শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুদানে প্রবেশ করেছে। উপনদী দুটি সুদানের রাজধানী খার্তুমের কাছে মিলিত হয়েছে।’

আমাজন নদী

পেরু, কলম্বিয়া ও ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী হিসেবে স্বীকৃত হলেও অনেকে তা মানতে নারাজ। তাদের মতে বিশ্বের দীর্ঘতম নদী আসলে আমাজন। সম্পূর্ণ দক্ষিণ আমেরিকা মহাদেশের ৪০ শতাংশ জুড়ে রয়েছে এটি। বিশেষজ্ঞদের মতে, আমাজন নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৫০০ কিলোমিটার।

ছাং চিয়াং নদী 

চীনের ছাং চিয়াং বা ইয়াং ৎসি চিয়াং বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী। এটি তিব্বতের ছিয়াং হাই মালভূমি অঞ্চল থেকে প্রবাহিত হয়ে সাংহাইয়ের কাছাকাছি পূর্ব চীন সাগরে পতিত হয়েছে। এশিয়ার দীর্ঘতম এ নদীর দৈর্ঘ্য ৬ হাজার ৩০০ কিলোমিটার। তবে একক দেশের মধ্যে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। এর ৭০০-এর বেশি উপনদী আছে।’

মিসিসিপি নদী

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দ্বীর্ঘতম নদী মিসিসিপি। এ নামের অর্থ মহানদী। মিসিসিপি, মিসৌরি ও জেফারসন নদী নিয়ে গঠিত মিসিসিপি নদীব্যবস্থা বিশ্বে চতুর্থ দীর্ঘতম। এটি ৬ হাজার ২৭৫ কিলোমিটার দীর্ঘ। যুক্তরাষ্ট্রের ৩১টি রাজ্য ও কানাডার দুটি প্রদেশের মধ্য দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে।

ইয়েনিসেই নদী 

সাইবেরিয়ার ইয়েনিসেই নদীর দৈর্ঘ্য ৫ হাজার ৫৩৯ কিলোমিটার। নদীটি রাশিয়ার সায়ান পর্বতমালায় একটি গভীর গিরিখাত ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর্কটিক মহাসাগরে প্রবাহিত দীর্ঘতম নদী এটি। বিশ্বের গভীরতম নদীগুলোর মধ্য অন্যতম।

হোয়াংহো নদী

চীনের এই নদীটি দ্য ইয়ালো রিভার বা হলুদ নদী নামেও পরিচিত। চীনা ভাষায় হোয়াংহো শব্দের অর্থ হলুদ। চীনের দ্বিতীয় বৃহত্তম নদীটির দৈর্ঘ্য ৫ হাজার ৪৬৪ কিলোমিটার। চীনের নয়টি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পোহাই উপসাগরে গিয়ে প্রবাহিত হয়েছে। এ নদীতে সবচেয়ে বেশি পলি মাটি রয়েছে। প্রতি ঘনফুটে আছে প্রায় ১ কেজি পলিমাটি।

ওব নদী

রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত ওব নদী। এর উৎপত্তি হয়েছে সাইবেরিয়ার আলতাই পর্বতমালার ঢালে। ৩ হাজার ৬৮০ কিলোমিটার দীর্ঘ নদীটি প্রবাহিত হয়ে উত্তর মহাসাগরের ওব উপসাগরে পতিত হয়েছে। শীতকালে এ নদীর পানি জমে বরফ হয়ে যায়। ফলে যাতায়াত ব্যবস্থায় চরম ভোগান্তি হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে স্ট্যাটাসের কারণে হত্যা করা হয় আবরার ফাহাদকে

নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে দেয়া স্ট্যাটাসের জেরে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ২০১৯ সালের ৬

আ. লীগের নতুন পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আ. লীগের নতুন পরিকল্পনা। সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার

১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে

‘১৫ বছর কথা বলতে পারেননি, এখন ১৫ দিনেই অস্থির?

ঠিকানা টিভি ডট প্রেস: জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী দেশের মানুষের উদ্দেশে বলেছেন, গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি। আর এখন ১৫

সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভেজাল মিছরি ও ডিমের মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রায়গঞ্জে চান্দাইকোনা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চান্দাইকোনা কলেজ মাঠ চত্বরে বিদায় সংবর্ধনা