ঠিকানা টিভি ডট প্রেস: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে পরিত্যাক্ত অবস্থায় চার কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই ও বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার (১৩ জানুয়ারি') সকালে শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট BG-152- এর সিটের নিচে তল্লাশি চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
সকাল আটটায় বিমানটি শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আসে। যাত্রীরা সবাই নেমে যাওয়ার পর গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ভেতরে যৌথ অভিযান শুরু করে এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ।
পরে বিমানের সিটের নিচে লুকিয়ে রাখা পরিত্যাক্ত অবস্থায় স্বর্ণগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য তিন কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা বলে জানিয়েছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.