নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটার দিকে লেগে যাওয়া ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য জানান।
তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এখন পর্যন্ত এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অগ্নি নির্বাপণ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ আগুন নেভাতে কাজ শুরু করেন।
এছাড়া বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিটও আগুন নিয়ন্ত্রণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.