‘বিবাহ নিবন্ধন ‘নিকাহনামা’ ফরমে সংশোধনী আসছে’

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশে মুসলিমদের বিয়ের ক্ষেত্রে নিবন্ধনের ফরম সংশোধনের উদ্যোগ নিয়েছে আইন মন্ত্রণালয়। প্রায় ৫০ বছর পর নিকাহনামার এই সংশোধনে বাদ যাচ্ছে নারীর জন্য আপত্তিকর ‘কুমারী’ শব্দটি। এ ছাড়া বরের স্ত্রী কতজন বর্তমান আছে, বা আগে বিয়ে হয়েছিল কিনা তাও জানাতে হবে সংশোধিত ফরমে। এর আগে বরের বিয়ে বা বউ আছে কিনা এমন তথ্য চাওয়ার কোনো সুযোগ ছিল না ফরমে।

এ নিয়ে চলতি মাসেই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই মধ্যে খসড়া (সংশোধিত) ফরম প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) শিক্ষাগত যোগ্যতা আলিম থেকে বাড়িয়ে ফাজিল এবং ইউনিয়ন ও পৌরসভায় সুবিধাজনক স্থানে নিজ খরচে একাধিক অফিস স্থাপনের পরিবর্তে একটিমাত্র কাজি অফিস করতে বিধিমালা সংশোধন করা হচ্ছে।

মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন’) আইন, ১৯৭৪-এর আলোকে ২০০৯ সালে বিধিমালা প্রণয়ন করা হয়। নিকাহনামা ফরমে ২৫ ধরনের তথ্য চাওয়া হয়। ফরমের ৫ নম্বর অনুচ্ছেদে তথ্য চাওয়া হয় ‘কন্যা কুমারী, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কিনা?’ ২০২২ সালে এক রায়ে এ ক্ষেত্রে পরিবর্তন ও সংশোধন করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন হাইকোর্ট। খসড়া ফরমে এটি সংশোধন করে ‘কন্যা অবিবাহিত, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কিনা?’ লেখা হয়েছে।

নিকাহনামা ফরম সংশোধন চেয়ে ২০১৪ সালের ১ সেপ্টেম্বর হাইকোর্টে জনস্বার্থে একটি রিট মামলা করে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নারীপক্ষ ও মহিলা পরিষদ। ওই বছরই সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। ২০১৯ সালের ২৫ আগস্ট হাইকোর্ট রায়ে মুসলিম বিয়ের ক্ষেত্রে কাবিননামায় ৫ নম্বর অনুচ্ছেদে থাকা ‘কুমারী’ শব্দটি লেখা বেআইনি ও বাতিল ঘোষণা করেন।

২০২২ সালের ১৭ নভেম্বর প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে নিকাহনামা ফরম থেকে ‘কুমারী’ শব্দ বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি কাবিননামার ২১ নম্বর অনুচ্ছেদে বরের বর্তমান বৈবাহিক অবস্থা উল্লেখ করারও নির্দেশ দেন আদালত।

রায়ে বলা হয়, নিকাহনামার ২১ ও ২২ নম্বর অনুচ্ছেদে বরের বর্তমানে কোনো বিবাহ বলবৎ আছে কিনা, কেবল সে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। কিন্তু বর তালাকপ্রাপ্ত বা বিপত্নীক অথবা কুমার কিনা, এ বিষয়ে তথ্য চাওয়া হয়নি। অন্যদিকে, ৫ নম্বর অনুচ্ছেদে কন্যা তালাকপ্রাপ্ত বা বিধবা কিনা, কন্যা আগে কোথাও শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন কিনা-এ ধরনের তথ্য চাওয়া হয়েছে, যা অপমানজনক, বৈষম্যমূলক, পক্ষপাতদুষ্ট ও সংবিধানের পরিপন্থি।

রায় অনুযায়ী, এখন থেকে ফরমে লিখতে হবে কন্যা অবিবাহিত, বিধবা অথবা তালাকপ্রাপ্ত নারী কি না। নিকাহনামার ২১ নম্বর দফা সংশোধন হওয়ায় সেখানে অনুরূপভাবে লিখতে হবে, বর বিবাহিত/অবিবাহিত/তালাকপ্রাপ্ত/বিপত্নীক কি না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এবার সিরিজটাই হারল বাংলাদেশ

নিউজ ডেস্ক: একটা সময় ছিল যখন ইংল্যান্ড থেকে শুরু করে নিউজিল্যান্ড, ভারত থেকে পাকিস্তান- এমন সব শক্তিশালী দলের বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে ক্রিকেটে একটা বড় দাপট

সিরাজগঞ্জ সাবপোস্ট মাস্টার আবুল কালামের বিরুদ্ধে কোটা জালিয়াতি করে চাকরি নেওয়ার অভিযোগ 

এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জে তথ্য জালিয়াতি করে পোস্ট অফিসে চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে- আওয়ামী লীগ সরকারের শাসনামলে

ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট: আর্জেন্টিনাকে ধন্যবাদ জানাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দেওয়ায় আর্জেন্টিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইসরায়েল। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ রোববার (১২ মে’) আর্জেন্টিনা ছাড়াও হাঙ্গেরি

সৌদিতে চাঁদ দেখা যায়নি, ঈদ বুধবার, বাংলাদেশে ঈদুল ফিতর বৃহস্পতিবার 

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল’) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া বিভাগ। অর্থাৎ মঙ্গলবার (৯ এপ্রিল)

চবিতে ছাত্রলীগ নেতাকে বাঁচাতে ছুটে এলেন ছাত্রদল নেতা

লাল পাঞ্জাবি পরা ছাত্রদল নেতা এবং চেক শার্ট পরা ছাত্রলীগ নেতা ঠিকানা টিভি ডট প্রেস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবু বকর ত্বহা।

বৈরী আবহাওয়ায় সিকিমে উদ্ধারকাজ ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকদের রোববার উদ্ধার করা সম্ভব হয়নি। সিমিকের গণমাধ্যম সূত্রে জানা গেছে, পরিস্থিতির যে অবস্থা, তাতে মঙ্গলবার থেকে পুরোদমে উদ্ধারকাজ