বিপন্ন বেনজীরের পাশে কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: বিষয়টি যেন বিনা মেঘে বজ্রপাতের মতো। সাবেক পুলিশ প্রধান কল্পনাও করতে পারেননি তার ওপর এরকম একটি আঘাত আসতে যাচ্ছে। গতকাল বিকেলে ঢাকা মহানগর আদালতের স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনের করা এক আবেদনের প্রেক্ষিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পত্তি জব্দ বা ক্রোক করার আদেশ দিয়েছেন।

আদালতের আদেশটির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান গণমাধ্যমকে জানান, বেনজীর আহমেদের সম্পদ কেনার ৮৩ টি দলিল জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী এবং মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে।’

দুদকের আবেদনের প্রেক্ষিতেই এরকম একটি নাটকীয় সিদ্ধান্ত এলো। বেনজীর আহমেদের যে বিপুল পরিমাণ সম্পত্তির আছে তা নিয়ে একটি গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদনের পর বেনজীর আহমেদ কিছুটা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছিল বটে, তবে তা শেষ পর্যন্ত উচ্চ আদালত পর্যন্ত গড়ায় এবং উচ্চ আদালত বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনকে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল আদালত বেনজীর আহমেদের সম্পদ জব্দ করার জন্য আদেশ ছিলেন।’

বেনজীর আহমেদ ছিলেন একসময় দুর্দান্ত প্রভাবশালী, প্রচণ্ড ক্ষমতাবান। অনেকেই মনে করতেন মন্ত্রীর চেয়েও তিনি বেশি ক্ষমতাবান। কারণ অনেক মন্ত্রীরাও তার কাছে ধর্না দিত এবং নানা রকম তদবির করতেন। সরকারের প্রভাবশালীদের ফোন ধরতেন না বেনজীর-এমন কথাও হতাশার সুরে বলতেন অনেকে।

২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেনজীরের উত্থান ঘটে তরতর করে। তিনি প্রথমে ডিএমপির পুলিশ কমিশনার। পরবর্তীতে র‌্যাবের মহাপরিচালক এবং সব শেষে পুলিশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। মেধাবী, দক্ষ একজন কর্মকর্তা হিসেবে তার সুনাম ছিল। কিন্তু পাশাপাশি তার বেপরোয়া জীবন এবং একটা ড্যাম কেয়ার মনোভাব সকলকে হতবাক করত। তিনি র‌্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতেও সরকারের প্রায় নীতি নির্ধারক অবস্থায় ছিলেন বলে অনেকে মনে করেন। সেই সময় অনেকেই তাকে তোয়াজ করতেন, তাকে পৃষ্ঠপোষকতা করতেন। বেনজীরের আশীর্বাদপুষ্ট না হলে অনেক ক্ষতি হতে পারে এমন ধারণাও বিভিন্ন মহলে ছিল। কিন্তু সেই বেনজীর আহমেদ এখন বিপন্ন একাকী। তার মা পাশে কেউ নেই।

গতকাল এই ঘটনার পর বেনজীর আহমেদ যার সাথে যোগাযোগের চেষ্টা করেছেন কেউই তার ফোন ধরেননি। বেনজীর আহমেদকে এখন সকলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। বেনজীর আহমেদের চাকরি অবসরের পর থেকে তিনি অবশ্য একটি নীরব জীবনযাপন করছিলেন। কিন্তু নানা কারণে আবার বিতর্কে আসেন এই বেনজীর আহমেদ।’

বেনজীর আহমেদের ঘনিষ্ঠরা বলছেন, পুলিশের আইজিপি থাকা অবস্থায় তিনি যেভাবে অনিয়ম এবং স্বেচ্ছাচারিতা করছেন সে কারণেই সরকারের নীতি নির্ধারক মহল তার ওপর রুষ্ট হয়েছেন। তাছাড়া গণমাধ্যমে প্রকাশিত খবরে যেভাবে তার দুর্নীতির ফিরিস্তি প্রকাশিত হয়েছে, সেটিও নীতি নির্ধারক মহলকে চমকে দিয়েছে। কেউ কল্পনাও করতে পারেননি বেনজীর আহমেদ এতো বিপুল পরিমাণ দুর্নীতির আশ্রয় নিয়েছেন। এবং এই দুর্নীতি গুলো যে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করেছে এ ব্যাপারেও সরকারের নীতি নির্ধারক মহল নিশ্চিত।

সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সুস্পষ্ট অবস্থান জানানো হয়েছে যে, ব্যক্তির অপরাধের দায় সরকার নেবে না। বেনজীরের বিচার নিজস্ব গতিতেই হবে। আর এখানেই বিপন্ন হয়ে পড়েছেন এ সময় প্রচণ্ড ক্ষমতাধর এই ব্যক্তিটি। তার পাশে এখন কেউই নেই। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বেনজীর আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এখন দুর্নীতি দমন কমিশন তার সব সম্পত্তি জব্দ করলো। এর ফলে এক রকম দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়লেন একদা দুর্দান্ত ক্ষমতাশীল ব্যক্তিটি। এই সময় তার পাশে কেউই নেই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পানির ট্যাংকে লুকিয়েও রেহাই পেলেন না আলোচিত আওয়ামী লীগ নেত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে দেবপাহাড় এলাকার

নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান, আনিসুল ও পলককে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের গ্রেফতার সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, সেনাকর্মকর্তাসহ ৯ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর)। সকালে তাদেরকে

মিমাংশিত পৈত্রিক সম্পত্তিতে খড়ের পালা দিয়ে পুনঃরায় জবরদখলের চেষ্টা, থানায় অভিযোগ!

স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই শরিকের মধ্যে চলা দীর্ঘ্য দিনের বিরোধের নিস্পত্তির প্রায় ৭মাস পর পুনঃরায় জবরদখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়,

প্রথম আলো বিক্রি: দর কষাকষিতে চারটি শিল্প গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: মিডিয়া স্টার লিমিটেডের মালিকানাধীন প্রথম আলো বিক্রির জন্য মালিকপক্ষ উদ্যোগ গ্রহণ করেছে। তারা প্রথম আলো বিক্রি করার জন্য বিভিন্ন শিল্প গ্রুপের সাথে কথাবার্তা

ছিনতাই-ডাকাতিতে বিনিয়োগ করছে নিষিদ্ধ ছাত্রলীগ! চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বেড়ে চলেছে ছিনতাই-ডাকাতির সংখ্যা। এসব যে দেশকে অস্থিতিশীল করার জন্য ফ্যাসিস্ট হাসিনার দোসরদের ষড়যন্ত্র তা দেশের জনগণ বুঝেছে আরও আগেই। এবার ফাঁস হলো

সিরাজগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: রতন কুমার বিশেষ অঙ্গ দেখালেন শিক্ষার্থীদের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায় দুর্নীতির তোপের মুখে পড়ে তার রুমে সরাসরি প্যান্টের চেইন খুলে বিশেষ