অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) স্বীকৃত ‘গোল্ডেন ভিসা’ সাধারণত বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকলেও এবার ভারত ও বাংলাদেশের নাগরিকদের জন্য তা আরও সহজভাবে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুনভাবে চালু হওয়া মনোনয়ন-ভিত্তিক এই ভিসায় বিনিয়োগ না করেও কেবল ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিয়ে গোল্ডেন ভিসা পাওয়া সম্ভব হবে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, আগে দুবাইয়ে গোল্ডেন ভিসা পেতে অন্তত ২ মিলিয়ন দিরহাম মূল্যের সম্পত্তি কিনতে হতো। তবে নতুন ‘মনোনয়ন-ভিত্তিক ভিসা নীতি’র আওতায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিকরা তুলনামূলকভাবে অনেক কম খরচে এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
এই ভিসার বিশেষ সুবিধা হলো—এটি স্থায়ী ধরনের। সম্পত্তি-ভিত্তিক ভিসার ক্ষেত্রে সম্পত্তি বিক্রি হলে ভিসা বাতিল হতে পারে, কিন্তু মনোনয়ন-ভিত্তিক গোল্ডেন ভিসা একবার অনুমোদন পেলে তা দীর্ঘমেয়াদে কার্যকর থাকবে।
মনোনীত ব্যক্তিরা তাদের পরিবার নিয়ে দুবাইয়ে বসবাস করতে পারবেন। পাশাপাশি গৃহকর্মী ও গাড়িচালক নিয়োগ, ব্যবসা পরিচালনা এবং পেশাগতভাবে কাজ করার সুযোগও থাকবে।
ব্যাকগ্রাউন্ড যাচাই থাকবে কঠোর
রায়াদ গ্রুপ নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান ভারত ও বাংলাদেশে পরীক্ষামূলকভাবে এই ভিসার আবেদন গ্রহণ করছে। তাদের ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব জানান, আবেদনকারীদের অতীত ইতিহাস, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার এবং অর্থনৈতিক ও পেশাগত যোগ্যতা যাচাই করে মনোনয়ন দেওয়া হবে।
প্রাথমিক যাচাই শেষে রায়াদ গ্রুপ আবেদনগুলো সংযুক্ত আরব আমিরাত সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠাবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আবেদন কোথায় ও কীভাবে?
এই ভিসার জন্য আবেদন করা যাবে ওয়ান ভাস্কো (One VASCO) সেন্টার, রায়াদ গ্রুপের নিবন্ধিত অফিস, তাদের অনলাইন পোর্টাল কিংবা ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী তিন মাসে প্রায় পাঁচ হাজার ভারতীয় নাগরিক এই বিশেষ ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত। বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য আবেদন প্রত্যাশা করছে রায়াদ গ্রুপ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.