বিদ্যুৎ কোম্পানিগুলো পুনর্গঠন করা হবে: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকালে খুলনার খালিশপুরে অবস্থিত রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন জ্বালানি উপদেষ্টা। পরে উপদেষ্টা পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান। স্কেচ: টিবিএস

বিদ্যুৎখাতে অনিয়মের কাঠামো ভেঙে দিয়ে সরকার বিদ্যুৎ কোম্পানিগুলো পুনর্গঠন করতে চায় বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেছেন, আমরা বিদ্যুৎ কোম্পানিগুলো পুনর্গঠন করতে চাই। বিদ্যুৎখাতে অনিয়মের কাঠামো ভেঙে দিতে চাই। এ খাতে ঘটা অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হবে। মনে রাখতে হবে এটা একটি নতুন বাংলাদেশ। এখানে সবার সমান সুযোগ। সংকট যেমন আছে, সমাধানও তেমন আছে।’

আজ শনিবার সকালে খুলনার খালিশপুরে অবস্থিত রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন জ্বালানি উপদেষ্টা। পরে উপদেষ্টা পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।

জ্বালানি উপদেষ্টা আরও বলেন, খুলনায় প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে পাওয়ার প্ল্যান্ট হয়েছে, যা জাতীয় জিডিপিতে যুক্ত হয়েছে। জিডিপি বাড়লেও গ্যাসভিত্তিক এ পাওয়ার প্ল্যান্ট সহসা বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। আমরা তো অনেক আগে থেকেই জানতাম বাংলাদেশে গ্যাসের রিজার্ভ কমে যাবে। এখান থেকে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ সম্ভব হবে না। বিদ্যুৎকেন্দ্র স্থাপনে আট হাজার কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না। এটাই হলো উন্নয়নের ভ্রান্তি।’

ফাওজুল কবির খান বলেন, খুলনার এই পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি কেবল ভোলাতে গ্যাস আছে, যা অপর্যাপ্ত। এখানে প্রয়োজন ১৪০ এমএমসিএফ গ্যাস। কিন্তু ভোলাতে অতিরিক্ত আছে কেবল ১০০ এমএমসিএফ গ্যাস। তিন বছর সময় নিয়ে নতুন পাইপলাইন করে এ গ্যাস খুলনায় আনলেও সেটা পর্যাপ্ত হবে না। তবুও এ পাওয়ার প্ল্যান্টকে কীভাবে আংশিকভাবে সচল করা যায়, সেটি ভাবা হচ্ছে।’

সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, খুলনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. ইউসুপ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে উপদেষ্টা ফাওজুল কবির খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, ছাত্র সমন্বয়ক, প্রতিনিধিত্বকারী ব্যক্তি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এ সময় তিনি অংশগ্রহণকারীদের পরামর্শ ও অভিযোগ শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান, আনিসুল ও পলককে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের গ্রেফতার সাবেক উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, সেনাকর্মকর্তাসহ ৯ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর)। সকালে তাদেরকে

গাজার ইসরায়েলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে দুটি বাড়িতে ইসরায়েলের পৃথক হামলায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।’ এ

তাড়াশে নয়াদিগন্তের ২০ বছর পূর্তি উৎসব উদযাপন 

লুৎফর রহমান তাড়াশ: সত্যের পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে নয়া দিগন্তের ২০বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। ২৬ (অক্টোবর) বেলা ১২ টায় তাড়াশ

প্রতিদিনই বাংলাদেশের সংস্কার দরকার: মান্না

নিজস্ব প্রতিবেদক: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন যতদিন বাংলাদেশ আছে প্রতিদিনই সংস্কার করা দরকার। যেকোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করলে প্রতিদিন সেটা আরও

বাংলাদেশ ইস্যুতে অবস্থান পাল্টাবে ভারত? কোনপথে দ্বিপক্ষীয় সম্পর্ক

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও, শরিকদের ওপর ভর করেই টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের অপেক্ষায় বিজেপি নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট।

স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে

অনলাইন ডেস্ক: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উত্তেজনা মাঠ থেকে গ্যালারিতেও ছড়িয়ে পড়েছে। দিন-রাতের অ্যাডিলেড টেস্টে স্যান্ডপেপার ইস্যু নিয়ে ভারতীয় এক সমর্থকের কর্মকাণ্ড নতুন করে বিতর্কের জন্ম