কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার ধানখালীতে নির্মিত পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরি ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় ধানখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদারকে (৩৭) গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার বিকেলে শামীমকে ধানখালী থেকে গ্রেপ্তার করে কলাপাড়া থানায় হস্তান্তর করে র্যাব।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সকালে শামীমকে কলাপাড়া আদালতে পাঠালে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎকেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন)। আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি ধানখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সোহেল মোল্লা।
এ মামলায় ৩৪ আসামির বেশিরভাগই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে। মামলায় বলা হয়েছে, এ চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয় সেসময়।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.