‘বিদেশে বসেই ঢাকায় ডাকাত দল চালায় ইলিয়াস’

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর জেলার কালকিনির খাসের হাট এলাকায় বাড়ি ইলিয়াস হোসেন, থাকেন সৌদি আরব। সেখান থেকে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে ঢাকায় ডাকাত দল পরিচালনার করে সেই টাকায় এলাকায় কিনেছেন বাড়ি ও জমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে সুদূর মধ্যপ্রাচ্যে বসে দেশের ডাকাত দলের সদস্যদের দেন নানা নির্দেশনা। কেউ গ্রেপ্তার হলে জামিনের ব্যবস্থা করেন, ডাকাতির টাকা ভাগ-বাটোয়ারা করেন প্রবাস থেকেই।

গণমাধ্যমের প্রতিবেদনসূত্র বলছে, গত বছর অক্টোবরে রাজধানীর ডেমরা থেকে ডিবি পরিচয়ে এক ব্যবসায়ীকে গাড়িতে তুলে সাড়ে ৩৬ লাখ টাকা লুট করে এই ডাকাতরা। ওই ঘটনায় করা মামলা তদন্তে ইলিয়াসের ডাকাত দলের সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি’) ওয়ারী বিভাগ।

ডিবি সূত্র জানায়, এই ডাকাতরা হোয়াটসঅ্যাপে বিদেশি মোবাইল অপারেটরের নম্বর ব্যবহার করে। ইলিয়াস এসব নম্বর সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ চালু করে তাদের জন্য পাঠায়। এরপর তারা ভিন্ন রাউটার ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করে। ডাকাতিতে ব্যবহৃত গাড়িটিতে ভুয়া নম্বর প্লেট বসায়। চক্রটি রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, ডেমরা, যাত্রাবাড়ী, কদমতলী, আবদুল্লাহপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি ও র্যাব পরিচয়ে ডাকাতি করত। প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ করায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে ছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, প্রবাসী ব্যক্তি বা নতুন গাড়ি এলে বা ব্যাংক থেকে কেউ টাকা তুললে, জমি বিক্রি করলে ডিবি পরিচয়ে টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ আসে। এ ধরনের করেন এক ব্যবসায়ী। তদন্ত করতে গিয়ে ওই ডাকাত দলের সন্ধান মেলে। এরই মধ্যে মোস্তাফিজুর রহমান ও আবুল কাশেম ওরফে জাহিদ নামে দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবিপ্রধান বলেন, গ্রেপ্তারদের তথ্যের ভিত্তিতে ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, চক্রের মালিকানাধীন অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডাকাতির টাকায় তারা এসব গাড়ি কেনে। অন্য সদস্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

ডিবির ওয়ারী বিভাগের এডিসি শাহিদুর রহমান গণমাধ্যমকে জানান, গত বছর ৮ অক্টোবর ব্যবসায়ী জাকির হোসাইন ও তার সহযোগী সজীব নারায়ণগঞ্জ থেকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি সুলতানা কামাল সেতুতে উঠলে মাইক্রোবাস দিয়ে গতিরোধ করে ডাকাতরা। এরপর দুজনের চোখ বেঁধে এবং হ্যান্ডকাফ লাগিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের কাছ থেকে সব টাকা রেখে পূর্বাচলে ফেলে রেখে যায়। ওই ঘটনায় ডেমরা থানায় মামলা হলে ডিবি ছায়াতদন্ত শুরু করে।

ডিবির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার আবুল কাশেম ওরফে জাহিদ এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য সদস্য মোস্তাফিজকে গতকাল মঙ্গলবার দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।’

ডিবির ডেমরা জোনাল টিমের এডিসি খন্দকার আরাফাত লেলিন গণমাধ্যমকে বলেন, মামলাটির তদন্তে মূলহোতা ইলিয়াস হোসেন শনাক্ত হয়। তাকে ধরতে গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে জানা যায়, ইলিয়াস সৌদি থাকেন। এরপর গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে ডাকাত সর্দার ইলিয়াসের নাম সামনে আসে। ইলিয়াসের বিরুদ্ধে ডাকাতির ৬ থেকে ৭টি মামলা রয়েছে। সর্বশেষ গত বছরের অক্টোবরে ডেমরায় ডাকাতির নেতৃত্বেও ছিল সে। এরপর সৌদি চলে যায়। কিন্তু দলের কাজ থেমে যায়নি। তার চক্র পরেও বেশ কয়েকটি ডাকাতি করে। আর ইলিয়াস সৌদি বসেই দেশের ডাকাত দলকে পরামর্শ ও নির্দেশনা দেয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে দু‘পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০, বাড়িঘরে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর গ্রামে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে দু‘পক্ষের মধ্যে রক্তক্ষয়ী হামলা সংঘর্ষে তারা সরকার (৬৫)

রাউজানে শস্যভাণ্ডার খ্যাত কাঁশখালীতে বছরে কোটি টাকার সবজি উৎপাদন

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: কাঁশখালী রাউজানের শস্যভাণ্ডার খ্যাত এলাকা। কাঁশখালী খালের দুই পাড়ের উর্বর ভূমি। এই এলাকাটি উর্বর ভূমি ও খালের পানির সুবিধা থাকায় এই

দিল্লির একটি গ্রোসারিতে দেখা গেলো সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক: দিল্লির একটি গ্রোসারিতে দেখা গেছে সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামকে। রবিবার বিকেলে কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরা বন্দি হন শেখ হাসিনার সময়কার

খালেদা জিয়া-তারেক রহমানের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: সব মামলা নিষ্পত্তি হওয়ায় খালেদা জিয়া এবং তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।’ শুক্রবার সকালে

‘মানুষের পেটে জীবন্ত ইল মাছ, হতবাক চিকিৎসকরা’

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিহ প্রদেশের ৩৪ বছর বয়সী এক ব্যক্তি প্রচণ্ড পেট ব্যথায় চিকিৎসকের শরণাপন্ন হন। হাই হা ডিস্ট্রিক্টের মেডিকেল সেন্টারে এক্স-রে ও

উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করলো ব্রাজিল

অনলাইন ডেস্ক: সালভাদরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের উরুগুয়ের সঙ্গে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই ড্রয়ে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেল