নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সাম্প্রতিক দুটি বৈঠকে নতুন একটি লোগো দেখা যাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে সমালোচনার মুখে দলটি পরে সেই লোগো সরিয়ে নেয়।
গত রোববার স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সবুজ পতাকার ভেতরে বই, উদীয়মান সূর্য ও দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে ব্যবহৃত কলমসংবলিত লোগো প্রদর্শিত হয়। পরদিন সোমবার ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।
লোগো পরিবর্তন প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, রাজনৈতিক দলের লোগো পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়। প্রস্তাবিত লোগো নিয়ে আলোচনা চলছে, এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
অন্যদিকে, জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানান, রোববার যে লোগোটি প্রদর্শিত হয়েছিল তা ভুলবশত প্রকাশ পেয়েছিল। আলোচনার পর চূড়ান্ত লোগো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর আগেও জামায়াত লোগো পরিবর্তন করেছিল। আগের লোগোতে গম্বুজাকৃতির কাঠামোর ভেতরে ‘আল্লাহ’ লেখা ছিল, সঙ্গে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ও নিচে লেখা ছিল ‘আকিমুদ দ্বিন’।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.