বিজেপি নেতার হুমকি-মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে ‘মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব’ বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। গেল রোববার মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য দেয়ার সময় এ হুমকি দেন তিনি।

বিষয়টি ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববারের ওই সভার আয়োজন করা হয়েছিল রামগিরি মহারাজের সমর্থনে। সম্প্রতি এই রামগিরি মহারাজও ইসলাম এবং মহানবী (সা.) সম্পর্কে অপত্তিকর মন্তব্য করেন। নাসিকে এক ধর্মীয় অনুষ্ঠানে ওই কথা বলেন রামগিরি মহারাজ। এ নিয়েও তুমুল উত্তেজনা তৈরি হয়।

এর আগে শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতেশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব। এটা মাথায় রেখো। রানের ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে দুটি এফআইআর করেছে আহমেদনগর পুলিশ।

রামগিরি মহারাজ আপত্তিকর মন্তব্য করলেও শুক্রবার তার সঙ্গে একমঞ্চে বসে একটি সভা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ওই সভায় মুখ্যমন্ত্রী রামগিরি মহারাজকে সাধু বলে বর্ণনা করেন। পাশাপাশি আহমেদনগরের সাবেক সাংসদ সুজয় পাতিল রামগিরি মহারাজের পা ছুঁয়ে প্রণাম করেন।

আহমেদনগর জেলার শ্রীরামপুর তালুকের এক অনুষ্ঠানে রামগিরি মহারাজ বলেন, যা বলা হয়েছে তা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের পরিপ্রেক্ষিতেই বলা হয়েছে। আমার উদ্দেশ্য হলো এনিয়ে হিন্দুদের একজোট করা।’

এক মারাঠি চ্যানেলে রামগিরি মহারাজ বলেন, হিন্দুদের সতর্ক থাকা উচিত। যা বলেছি তা থেকে পিছিয়ে আসতে রাজি নই। এর জন্য যা হয় হোক।’ এদিকে আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (মিম) গোটা ইস্যুতে সরব হয়েছে। দলের নেতা ইমতিয়াজ জলিল বলেন, রামগিরি মাহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

অন্যদিকে দলের মুখপাত্র ওয়ারিশ পাঠান বলেন, আহমেদনগরে বিজেপি বিধায়ক নীতেশ রানে প্রকাশ্যেই হুমকি দিচ্ছেন যে মসজিদে ঢুকে এক এক করে মুসলিমদের মারবেন। প্রকাশ্য সভায় তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। নীতেশ রানেকে দ্রুত পুলিশ হেফাজতে নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বামী-স্ত্রীর সম্পর্কে যেভাবে ফাটল ধরলো

নিজস্ব প্রতিবেদক: বিগত কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করেছে। কিন্তু এ বছরের শুরুতেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সতর্কসংকেত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। নিম্নচাপের ফলে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে

‘আবার ক্ষমতাবান হয়ে উঠছে‌ন আমলারা’

নিজস্ব প্রতিবেদক: ২০১৮-২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের তৃতীয় মেয়াদে আমলাদের ক্ষমতা ছিল অসীম। আমলারাই হয়ে উঠেছিলেন সর্বোচ্চ ক্ষমতাবান। বিশেষ করে করোনার পর থেকে আমলাদের দাপট

রাজশাহীসহ ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী; মাঘের শীতে বাঘ পালায়’-গ্রাম বাংলার প্রচলিত এমন লোককথা এবার যেন সত্যি হয়ে ধরা দিয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকা আজ

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি

প্রধানমন্ত্রী সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘রাগ করে ২০১৮ কোটা বাতিল করেছ’-প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ