বিকাশ এজেন্টকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই, আটক ৩

জেমস আব্দুর রহিম রানা: যশোর সদর উপজেলার কৃষ্ণবাটিতে বিকাশ এজেন্ট আব্দুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাইয়ের ২ মাস পর ৩ দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি।

আটককৃতরা হলো, কৃষ্ণবাটি গ্রামের রেজাউল করিম রানার ছেলে আশিকুল ইসলাম (২০), লাল্টু মিয়ার ছেলে ইব্রাহীম হোসেন (২৩) এবং লিটন হাওলাদারের ছেলে নুর আলী (১৯)।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, তিনি মোবাইল ব্যাংকিং নগদ ও বিকাশের এজেন্ট। পুলেরহাট বাজারের মহসীন মার্কেটে তার পাওয়ার ইন্টারন্যাশনাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে মোবাইল ব্যাংকিংয়ের পাশাপাশি জুতার ব্যবসাও করেন। গত বছরের ২৩ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সাথে একটি ব্যাগের ভেতর ছিলো ব্যবসার দুই লাখ টাকা। বাড়ির গেটের সামনের রাস্তায় পৌঁছালে ৪/৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর ও ছুরিকাঘাত করে ভর্তি ব্যাগটিতে থাকা দুই লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় তার স্ত্রী নাসরিন নাহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণে কয়েকদিন আগে ডিবি পুলিশ কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। পরে ডিবি পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জড়িত কয়েকজনকে শনাক্ত করে। এরপর গত মঙ্গলবার কৃষ্ণবাটিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে ১টি বার্মিজ চাকুসহ আটক করে। আটকের পর ওই তিন দুর্বৃত্ত টাকা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে। তবে ছিনতাই করা টাকার ভাগ তারা পায়নি বলে দাবি করেছে। তারা ডিবি পুলিশকে আরো জানিয়েছেন, তার দুই সঙ্গী কোরবান ও এরশাদুল টাকা আত্মসাৎ করেছে।

এদিকে বিকাশ এজেন্ট আব্দুল্লাহ আল মামুনের টাকা ছিনতাই ঘটনার দ্ইু মাস পর বুধবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় ওই তিনজন ছাড়াও কৃষ্ণবাটি গ্রামের কোরবান আলী (২৬) নামে এক দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই ইবনে খালিদ হোসেন দাবি করেন, আশিকুল, ইব্রাহীম ও নুর আলীকে বুধবার বিকেল ৩টার দিকে কৃষ্ণবাটি গ্রাম থেকে তারা আটক করেছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের ইতিহাস: বাংলাদেশের ইতিহাস

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের বিকাশ এবং আজকে বাংলাদেশের অবস্থান সবই হলো আওয়ামী লীগের অবদান। কাজেই আওয়ামী লীগের ইতিহাস আর বাংলাদেশের ইতিহাস শেষ

স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকা লাপাত্তা, ফ্যাক্ট পরকীয়া’

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক ও অপর এক শিক্ষিকা স্কুল থেকে লাপাত্তা হয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষের ভূমিকায় সাধারণ শিক্ষকদের মাঝে

বিডিআর হত্যার বিচার দাবিতে আইন উপদেষ্টার অফিস ঘেরাওয়ের ঘোষণা মাহিনের

নিজস্ব প্রতিবেদক: পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিল অন্তর্বর্তী সরকার। তবে সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র

বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ‘বাংলাদেশ নীতি’

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতি বদলে যাচ্ছে। পরিবর্তিত নীতিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসতে পারে বলে একাধিক কূটনৈতিক সূত্র মনে করছে।

সুদান : কুকুর লাশ খাচ্ছে, এই দৃশ্যের চেয়ে বাড়ির ভেতর কবর ভালো

সুদানে সামরিক ও আধা-সামরিক বাহিনীর সংঘাত থামছেই না। দেশটির রাজধানী খার্তুমের দখল নিয়ে চলা লড়াইয়ের কারণে শহরের বাসিন্দারা এমন এক সমস্যার মধ্যে পড়েছেন যা তারা

২৫’হাজার নেতাকর্মীর মুক্তির আহ্বান জাতিসংঘের’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আগে বিরোধীদলের আটককৃত ২৫ হাজার নেতা-কর্মীর মুক্তির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বিরোধীদের দমনপ্রবণতা বন্ধ করে রাজনৈতিক সংলাপ ও অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশকে