বিকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ। বৈঠকে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলকে ডাকা হলেও সদ্য পদত্যাগকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ডাকা হয়নি বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ মতবিনিময় সভা শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্র জানায়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন, এবারও তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। জানা গেছে, আজ শুধু মতবিনিময় হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ পরে হবে।

এর আগে বৃহস্পতিবার (২৯ আগস্ট’) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির তিন নেতার সঙ্গে সোয়া এক ঘণ্টা বৈঠক করেন ড. ইউনূস। এসময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। আমাদের প্রায় সোয়া এক ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি। আমরা কোনো তারিখ বলব না। এটা উনারা বলবে

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে ছাত্র-জনতার ঢল নেমে আসার কারণে চরম বৈরী পরিস্থিতিতে পড়ে আওয়ামী লীগ সরকার। এরপর গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারত চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দেন। আর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।’

এর পর শুরু হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তারের খড়্গ। এ পরিস্থিতিতে ওই সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান।

এ সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক দল, ব্যবসায়ী ও বিদেশী কূটনীতিকসহ দেশী-বিদেশী বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ সব কিছুতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল অংশী জনের সহযোগিতা চান।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা দেশে প্রয়োজনীয় সংস্কারকাজ শেষ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে যত দিন প্রয়োজন সময় দেওয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে যত রকমের সহযোগিতা প্রয়োজন তা করারও আশ্বাস দেওয়া হয়। আর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও তাদের সহযোগিতার আশ্বাস সম্পর্কে ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়।

জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আগে শুধু রাজনৈতিক দল নয়, ব্যবসায়ী, পেশাজীবী ও বুদ্ধিজীবীসহ সকল অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে। সকলের কাছ থেকে নেওয়া মতামত পর্যালোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করে সুবিধাজনক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫ 

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা পরবর্তীতে হাতাহাতি অতঃপর সংঘর্ষে জরিয়ে পরে দু’দল গ্রামবাসী। সোমবার (৯ জুন) রাতে সরাইল নাসিরনগর আঞ্চলিক

১০ ট্রাক অ’স্ত্র মামলায় লুৎফুজ্জামান বাবর খা’লা’স

নিজস্ব প্রতিবেদক: ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়া উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ভূমি সংক্রান্ত বিরোধে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০ টার দিকে পাল্টা সংবাদ সম্মেলন করেন

গণঅভ্যুত্থানে নিহত ৮৭৫, সবচেয়ে বেশি শিক্ষার্থী

ঠিকানা টিভি ডট প্রেস: কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭৭ শতাংশই গুলিতে

জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা

অনলাইন ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরস। আজ সোমবার আইএইএর সদর দপ্তরে এ

স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন