ঠিকানা টিভি ডট প্রেস: কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে।'
রোববার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম-আনোয়ার হোসেন (৫০) আনোয়ার বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। ৬০ বিজিবি'র অধিনায়ক এএম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী মিরপুর গ্রামের আনোয়ার হোসেন ভারত থেকে চোরাইপথে আনা চিনি বহনকারী শ্রমিক হিসেবে কাজ করতেন।
৬০ বিজিবি'র অধিনায়ক জানান, সকালে আনোয়ার হোসেন ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ বিষয়টি নিয়ে বিএসএফ এর সাথে আলোচনার চেষ্টা চলছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.