নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত কামাল হোসেন (৩২) সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে ভারতে থেকে মাদকের চালান আনতে গেলে তাদের ওপর গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই কামাল নিহত হয়।'
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. ইফতেখার হোসেন বলেন, ভারতীয় সীমান্তের ২৫ গজে নিহত কামাল গিয়েছেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে নিহত হয়ে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। এই বিষয় তদন্ত পর বিস্তারিত জানা যাবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.