জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন তার স্ত্রী লিলি আক্তার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সদরের কুইজবাড়ি বাজারের পশ্চিম লিওন বেকারিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুখোশধারী চার থেকে পাঁচজন অজ্ঞাত সন্ত্রাসী হঠাৎ বেকারিতে প্রবেশ করে। তারা বেকারির মালিক আনিছুর রহমানকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এ হত্যা সে বিষয়ে তদন্ত চলছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.