বিএনপি নেতাকে জোরপূর্বক আওয়ামীলীগে যোগদানের অভিযোগে

শাহজাদপুর থানার সাবেক ওসি ও ৫ আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা  

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক (সাব্বির) কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আওয়ামীলীগে যোগদানের ঘটনায় শাহজাদপুর থানার সাবেক ওসি খাজা গোলাম কিবরিয়া সহ ৬ জনের নামে আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়েছে। এ মামলার অপর আসামীরা হলেন, কৈজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক আশিকুল হক দিনার, শাহজাদপুর উপজেলা সেচ্ছসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.আলামিন, শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধক্ষ আব্দুস সালাম ব্যাপারী।

বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর উপজেলার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক (সাব্বির’) বাদী হয়ে শাহজাদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। এ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি মামলাটি আমলে নিয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জকে তদন্ত পূর্বক আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী মো: মেরাজ হোসেন রিংকু এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলার বাদী কে.এম হাবিবুল হক সাব্বির এজাহারে উল্লেখ করেছেন যে, ৬ বছর আগে ২০১৮ সালের ১৪, ১৫, ২০ ডিসেম্বর ৩ দফায় আসামীগণ তাকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের জন্য প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এতে বাদী রাজি না হওয়ায় বাদীর বাড়ি ভাংচুর করে তাকে থানায় তুলে নিয়ে যায় শাহজাদপুর থানার সাবেক ওসি খাজা গোলাম কিবরিয়া ও কৈজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল সহ অন্য আসামীগণ। এরপর হত্যার হুমকি দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে অথবা আওয়ামী লীগে যোগদান করতে বলে। এতে বাদী রাজি না হওয়ায় তাকে সাবেক সংসদ সদস্য মরহুম হাসিবুর রহমান স্বপনের বাসভবনে তুলে নিয়ে গিয়ে এলোপাথারি মারপিট করে ও অস্ত্রের মুখে ১০০ টাকা মূল্যের ৩টি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরে বাদীকে হত্যার ভয় দেখিয়ে আওয়ামী লীগে যোগদান করায়।

এ বিষয়ে বাদী কে.এম হাবিবুল হক সাব্বির বলেন, ২০১৮ সালে ১৪ ডিসেম্বর গোলাম কিবরিয়ার নির্দেশে আমার বাড়ি ভাংচুর করে আমাকে থানায় তুলে নিয়ে যায়। এরপর আওয়ামী লীগে যোগদান না করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হত্যার হুমকী প্রদান করে। এরপর থেকে আমাকে বিভিন্ন ভাবে চাপে রাখে। গত ৫ আগষ্ট দেশ আবারও স্বাধীন হওয়ায় আমিও স্বাধীন হয়েছি, তাই আমি ন্যায় বিচার পেতে আদালতে মামলা দায়ের করেছি।

এ বিষয়ে জানতে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু ও শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধক্ষ আব্দুস সালাম ব্যাপারীর মোবাইল ফোনে কল করা হলে তাদেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদেও বক্তব্য পাওয়া যায়নি।’

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সবুজ রানা বলেন, এ মামলা সংক্রান্ত কোনো কাগজপত্র আমি হাতে পাইনি। ফলে এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী ৮ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য দেশত্যাগ করবেন খালেদা জিয়ার

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়টি ইতোমধ্যেই চূড়ান্ত। সব ঠিক থাকলে আগামী ৮ নভেম্বর তিনি উন্নত চিকিৎসার জন্য

‘সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ নিয়ে তদন্ত দাবি টিআইবির’

ঠিকানা টিভি ডট প্রেস: বিদেশে সম্পদ অর্জন ও তা নির্বাচনী হলফনামায় গোপন করা প্রসঙ্গে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যে ব্যাখ্যা দিয়েছেন, তা অযৌক্তিক, অবান্তর ও

‘যুক্তরাষ্ট্র কেন বিএনপি এবং সুশীলদের উপর আস্থা রাখতে পারল না’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান পুর্নব্যক্ত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের ৭ই জানুয়ারির নির্বাচন ত্রুটিপূর্ণ ছিল কিন্তু

ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি, পাঁচ মাসে আক্রান্ত ১৭০৪

গত বছরের চেয়ে এবছর ডেঙ্গুরোগী পাঁচগুণ বেশি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত জানুয়ারি থেকে ২৮ মে পর্যন্ত মোট এক হাজার ৭০৪

সলঙ্গায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে

বেলকুচিতে সাবেক ছাত্রনেতাদের নিয়ে জামায়াতের প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা ও প্রীতি সমাবেশ। বৃহস্পতিবার (২৬ জুন)