বিএনপি-জামায়াতের বাইরে চলছে পৃথক জোটের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোটের বিষয়ে ভাবছে ইসলামিক দলগুলো। এর মধ্যে কিছু দল বিএনপিতে ভিড়ছে। আবার কিছু জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা করছে। এই দুই বলয়ের বাইরে পৃথক জোটের বিষয়েও ভাবছে ইসলামি দলগুলো। এ নিয়ে অভ্যন্তরীণ ও পারস্পরিক যোগাযোগ বাড়িয়েছেন দলগুলোর শীর্ষ নেতারা। নিজস্ব দর্শন নিজেদের মধ্যে রেখেই এক বাক্সনীতিতে হাঁটতে চান তারা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। নেতাদের ভাষ্য, ইসলামি ভাবাদর্শের বাইরেও জুলাই অভ্যুত্থানে অবদান রাখা দল ও ব্যক্তিকে জোটে আনার চেষ্টা আছে তাদের। এই লক্ষ্যে ইসলামিক দলগুলোকে বৈঠক করতেও দেখা গেছে।

এদিকে বিএনপি ও জামায়াত পৃথকভাবে কিছু ইসলামি দলকে কাছে টানার চেষ্টা করছে। ইতোমধ্যে কয়েকটি দলের সঙ্গে একাধিক বৈঠকও করেছে বিএনপি। অন্যদিকে ইসলামি দলসহ অন্যান্য দল নিয়ে জোটের কথা ভাবছে জামায়াত। এ ছাড়া কিছু দল ক্ষমতার কাছাকাছি থাকতে নিজ উদ্যোগে বিএনপি ও জামায়াতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে।

সংশ্লিষ্টরা বলছেন, ইসলামি দলের মধ্যে জোটের আলোচনা এগোলেও কে কার নেতৃত্বে থাকবে, এমন প্রশ্নের মীমাংসা করা কঠিন। যদিও তারা বলছেন, এখানে কোনো নেতা বা সমন্বয়কারী থাকবে না। প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি এসব বিষয়ে সমন্বয় করবেন। এমন বাস্তবতায় ইসলামি দলগুলোর মধ্যে নির্বাচনী জোট হবে, নাকি বড় দলের সঙ্গে সমঝোতা করবে- এমন প্রশ্ন সময়সাপেক্ষ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে অর্থনীতিবিদ ও লেখক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ‘উল্লেখযোগ্য ইসলামি দল ঐক্যবদ্ধ হলে তাদের ভোটের পরিমাণ বাড়বে। সে হিসাবে সংসদে উপস্থিতি কিছুটা বাড়তে পারে। খুব বড় আকারে বাড়বে, অতীত অভিজ্ঞতা থেকে তেমনটা মনে হয় না। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের চালচ্চিত্র পাল্টেছে। এখন মানুষ কী ভাবছে, তা দেখার জন্য নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, ‘বড় দলে না গিয়ে ইসলামি দলগুলো আলাদা জোট করলে তাদের ফায়দা হবে না। বরং বড় দলে গেলেই লাভ হবে।’

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামি দলগুলো একক এবং জোটগতভাবে নির্বাচনী প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা থেকে ইতোমধ্যে বেশকিছু আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশও এককভাবে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্তের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসও এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিএনপি। ইসলামি দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসেবে খেলাফত মজলিসের সঙ্গে গত জানুয়ারি মাসে আনুষ্ঠানিক বৈঠকও করেছে দলটি। এক সময় বিএনপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন ও নির্বাচন করেছে জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসের দুটি অংশ। শেষ পর্যন্ত সব ক’টি দল ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে বিএনপির জোট ছেড়ে যায়। ২০১৬ সালে প্রথম বিএনপি জোট ছেড়ে যায় প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্যজোট। শায়খুল হাদিসের দল বাংলাদেশ খেলাফত মজলিস জোট ছাড়ে ২০২১ সালে। বর্তমানে জামায়াত ছাড়া বাদবাকি দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও ছারছীনা পীরের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক করতেও দেখা গেছে।

গত সপ্তাহে রাজধানীর মহাখালীতে গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম ও সালাহউদ্দিন আহমেদ। বৈঠকে ২০ হাজার দরবার, ২০ হাজার প্রতিষ্ঠান ও ৫৫ লাখ ছাত্রছাত্রীর প্রতিনিধিত্বকারী দল বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এএমএম বাহাউদ্দীন বিএনপির সঙ্গে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা রাজনৈতিক, অরাজনৈতিক, ইসলামপন্থী- সব মানুষের সঙ্গে কথা বলেছি। হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিরের সঙ্গেও দেখা করেছি, কথা বলেছি। ছারছীনা পীরের সঙ্গে দেখা করেছি। আলিয়া মাদ্রাসা ধারার যেসব মুরব্বি আছেন, তাদের সঙ্গে দেখা করে কথা বলেছি। উদ্দেশ্য একটাই, আমরা দেশের সব জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এমনভাবে দেশ পরিচালনা করতে চাই; যেখানে বিভক্তি থাকবে না।’

চলতি বছরের জানুয়ারি মাসে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার দলের কর্মসূচি শেষ করে বরিশালে চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। এখনও ইসলামিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে জামায়াত। আবার জামায়াতের সঙ্গেও কিছু দল যোগাযোগ রাখছে বলে জানা গেছে। জামায়াতের সঙ্গে কিছু রাজনৈতিক দলের আদর্শিক বিরোধ থাকলেও জুলাই সনদ, সংস্কার ও নির্বাচনের প্রশ্নে তারা সমঝোতায় আসতে চায়। শুধু জামায়াত নয়, অন্যান্য ইসলামিক দলের সঙ্গেও যোগাযোগ হচ্ছে বলেও জানান এসব দলের নেতারা।

এ বিষয়ে কথা হয় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে। তিনি বলেন, ইসলামিক দল ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোটের বিষয়ে তাদের কথা হচ্ছে। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে।

অন্যদিকে বিএনপি-জামায়াতের বাইরেও অন্য রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার আলোচনা চলছে বলে জানা গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ইসলামি ভাবাপন্ন এবং দেশপ্রেমিক দল, সংগঠন ও ব্যক্তি নিয়ে জোটের চিন্তা আছে। ইতোমধ্যে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামি ইসলাম পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এ ছাড়া আরও কিছু দলের সঙ্গে আলোচনা চলছে; উদ্দেশ্য ইসলামি ও দেশপ্রেমিক দলের ঐক্য।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘দলীয়ভাবে আমরা প্রথম ধাপে ২২৩ জন প্রার্থী বাছাই করেছি। দ্বিতীয় ধাপে আগামী সপ্তাহে আরও ৫০ জনের মতো বাছাই করব। বাকি যে কয়জন থাকে, তাদের তৃতীয় ধাপে বাছাই করব। দলীয়ভাবে আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার চিন্তা করছি। ইসলামি দলগুলো নিয়ে আমরা একটি বৃহত্তর ইসলামি ঐক্য গড়ার চেষ্টা করছি। এ নিয়ে আলোচনা চলছে।’

ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী আমাদের সময়কে বলেন, প্রথমত, ইসলামিক দলগুলোর একটা বাক্স হোক, এটা আমরা চাই। এর পর সমমনা বা ফ্যাসিবাদবিরোধী অন্যদের সঙ্গেও জোট হতে পারে। জোটের নেতৃত্বে কেউ থাকবে না। এটা নির্বাচনকেন্দ্রিক একটা সমঝোতা বলা যায়। আসনগুলোতে সমঝোতা হলে, পরস্পরের সহযোগী হলে এবং প্রার্থী কম থাকলে নির্বাচন ভালোভাবে করা যাবে।

তরিকতপন্থি বা সুফিবাদী চিন্তার দল ও সংগঠনগুলো নিয়ে জোটের কথা চিন্তা করছেন ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এমএ আউয়াল। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাটার দিকে জেলা

জাতির পিতা’ জিয়াউর রহমান: আইসিটি মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ বলে ঘোষণা দেওয়ার অভিযোগে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর

৬২ আরোহী নিয়ে ব্রাজিলে বিমান বিধ্বস্ত, সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও

আবার ঢাকায় কেন ডোনাল্ড লু

নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আবার বাংলাদেশ সফরে আসছেন। নানা কারণে ডোনাল্ড লু বাংলাদেশে অত্যন্ত আলোচিত একটি নাম।

ইরাক, বাহরাইন, কাতার ও আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

ঠিকানা ডেস্ক: মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক অস্ত্র প্রস্তুত রেখেছে এবং হামলার ক্ষেত্রে ইরাক, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে

সিরাজগঞ্জে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা-মেয়েকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

মো:মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহনকালে ৩৩৮০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ বাবা ও মেয়েকে গ্রেফতার