হাসিবুর রহমান, ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার কৃতি সন্তান ড. ফয়জুল হক। শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত জানান।
বিবৃতিতে তিনি লেখেন, “আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সঙ্গে বিএনপি থেকে পদত্যাগ করছি। এখন থেকে আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়, একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক হিসেবে পথ চলতে চাই।”
দীর্ঘদিন বিএনপি ও ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৫ সালে বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন এবং ২০১৮ সালে ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করেন।
তবে সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি গভীর হতাশা প্রকাশ করেন। তাঁর ভাষায়, “বিএনপি ক্রমেই বামঘেঁষা মতাদর্শে ঝুঁকছে, ইসলামপন্থীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলেছে। এ অবস্থান আমার বিশ্বাস ও নীতির সঙ্গে সাংঘর্ষিক।”
তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান জানিয়ে বলেন, “আমি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলেছি, ভবিষ্যতেও মানবতা, মূল্যবোধ ও ধর্মীয় অধিকার নিয়েই কথা বলব।”
রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি জানান, আসন্ন নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “তাঁদের ত্যাগ ও দেশের প্রতি ভালোবাসা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”
পোস্টের শেষাংশে তিনি সকল রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.