বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই কর্মীকে পেটালেন যুবলীগ কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আত্মগোপন থেকে ফিরেই বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই কর্মীকে পিটিয়ে আহত করেছেন যুবলীগের কর্মীরা। রবিবার (৮ সেপ্টেম্বর’) বরিশালের মুলাদীতে সকালের দিকে দক্ষিণ কাজিরচর রেইন্ট্রিতলা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের তিন যুবলীগ কর্মী ওই এলাকার দুজনকে পিটিয়ে আহত করেন।

আহতরা হলেন দক্ষিণ কাজিরচর গ্রামের ফয়জদ্দিন হাওলাদারের ছেলে ইসলামী আন্দোলনের কর্মী কবির হোসেন হাওলাদার এবং কালু বেপারির ছেলে বিএনপি কর্মী ইউনুছ বেপারি।

আহতরা অভিযোগ করেন,একই গ্রামের সাইফুল বেপারি, ইউনুছ বেপারি ও রফিক বেপারি অতর্কিত হামলা চালিয়ে আমাদের আহত করেন। তারা সবাই কাজিরচর ইউনিয়ন যুবলীগের কর্মী এবং গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন বলে জানান আহত ইউনুছ বেপারি।’

গত ৪ আগস্ট চায়ের দোকানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জের ধরে এ হামলা করা হয়েছে বলে দাবি করেছেন আহতরা। এ ঘটনায় রোববার বিকালে কবির হোসেন হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। মুলাদী থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত কবির হোসেন হাওলাদার জানান, গত ৪ আগস্ট সন্ধ্যায় রেইন্ট্রিতলা এলাকায় একটি চায়ের দোকানে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের গুলি করার বিষয়ে প্রতিবাদ করেন। তখন যুবলীগ কর্মী সাইফুল, ইউনুছ ও রফিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে ওই যুবলীগ কর্মীরা এলাকা ছেড়ে চলে যায়। এক মাসের বেশি সময় আত্মগোপনে থাকার পরে স্থানীয় এক বিএনপি নেতার ছত্রছায়ায় গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এলাকায় ফেরেন তারা।

জানা যায়, রবিবার কাজে যাওয়ার সময় কবিরের পথরোধ করে মারধর শুরু করেন যুবলীগ কর্মীরা। ওই সময় ইউনুছ ব্যাপারি তাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে আহতদের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন তাদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

তবে জানতে চাইলে যুবলীগ কর্মী সাইফুল ব্যাপারি বলেন, প্রায় একমাস পর এলাকায় ফেরার পরে কবির হাওলাদার কটূক্তি করায় তার সঙ্গে ভুল বোঝাবুঝি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। হামলা কিংবা তাকে আহত করা হয়নি। মুলাদী থানার ওসি মো. জাকারিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুবলীগ সদস্যর গাড়িতে থানা বিএনপির বিতর্কিত সভাপতি মতিয়ার রহমানের পূজা মন্ডপ পরিদর্শন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় যুবলীগের সদস্য মোঃ খোকনের মটর সাইকেল যোগ ১১ অক্টোবর শুক্রবার সলঙ্গা থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মোটরসাইকেল সোডাউন করছেন থানা

ব্রিটিশ জাহাজে সরাসরি আঘাত হানল হুথি

আন্তর্জাতিক ডেস্ক: হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক টেলিভিশন ভাষণে এই দাবি জানিয়েছে, ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে সরাসরি আঘাত হেনেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

একশ’টি দলীয় কর্মসূচির প্রত্যেকটিতে অংশ নিয়েছি : ফরহাদ ইকবাল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, ছাত্রাবস্থা থেকে জাতীয়তাবাদের আদর্শ বুকে ধারণ করে গণমানুষের কল্যাণে রাজনীতি করছি। ১/১১

চাটমোহরে প্রথম নারী সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার

পাবনা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের প্রথম নারী সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আরজুমা আক্তার চাটমোহর সার্কেলে যোগদান করেছেন। পাবনার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এই তিন উপজেলা

বাংলাদেশের কয়েকটি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ ভারতের

নিউজ ডেস্ক: বাংলাদেশের কয়েকটি পণ্য ভারতের বাজারে আর ঢুকতে পারবে না। শনিবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বৈদেশিক বাণিজ্য দফতর (ডিজিএফটি) জানায়, বন্দর

ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেল ফুলমালির চালা এলাকায় শিক্ষা সফরের চার বাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬