বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির একটি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার সকালে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের চারাবাড়ি ৮ নম্বর ওয়ার্ড বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। আহত পাঁচজনকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন চারাবাড়ি এলাকার রমজান আলীর ছেলে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক রূপচাঁদ আলী, চারাবাড়ি ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক আবু রায়হান, মো. নয়ন, মো. শফি ও বাবলু হোসেন। আহতদের মধ্যে বাবলু হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।’

ভুক্তভোগী আবু রায়হান জানান, কেঁড়াগাছি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে কৃষক দলের কমিটির গঠন শুরু হয়েছে। ইতোমধ্যে চারাবাড়ি ৮ নম্বর ওয়ার্ডেও কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের ইউপি সদস্য মুনছুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত শনিবার ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রূপচাঁদকে দলের কার্যক্রম ধীরে চালানের কথা বলে হুমকি দেয়। এমনকি ওই রাতেই তাঁকে মারধর করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে শনিবার রাতেই কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর জের ধরে রোববার সকাল ৮টায় মুনছুরের নেতৃত্বে আজারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন তারিক, জুলফিকার আলী, আলফা, জনাব আলী বিশ্বাসসহ ১৫-২০ জনের আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে তাদের দলীয় অফিসে হামলা চালিয়ে অফিস ভাঙচুর এবং রূপচাঁদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে আহত করেন। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি মুনছুর বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তবে শুনেছেন, সম্প্রতি জাহাঙ্গীর হোসেন তারিকের ছেলে জাকির হোসেন কয়েক দিন আগে ভারতে পাচারের চেষ্টাকালে রুপার গহনাসহ পুলিশের হাতে আটক হয়েছেন। বর্তমানে জাকির জেলহাজতে আছেন। জাহাঙ্গীরের সন্দেহ, বিএনপি কর্মী নয়ন ও তাঁর বন্ধুরা ওই গহনাসহ জাকিরকে পুলিশে ধরিয়ে দিয়েছে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে এ গোলযোগের সৃষ্টি হয়েছে বলে তাঁর ধারণা।

এ ব্যাপারে কলারোয়া থানার ওসি সামসুল আরেফীন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪ বারের সাবেক এমপি মান্নান তালুকদার আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন (ইন্না

শাইখ সিরাজের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রত্যাহার ব্রাউনিয়ার

ডেস্ক রিপোর্ট: প্রতারণতার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করেছেন বাদী ফারজানা ব্রাউনিয়া। মঙ্গলবার (১২

শাহজাদপুরে সম্ভাবনাময় ফসল স্কোয়াশ: কৃষিতে নতুন বিপ্লব

মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ: শাহজাদপুরের কৃষিতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে ইউরোপীয় উচ্চমূল্যের সবজি স্কোয়াশ। এই ফসল এখন এ অঞ্চলের কৃষি অর্থনীতিকে নতুন মাত্রা দিচ্ছে।

ডাকাতির প্রস্তুতিকালে বাঁশখালীতে ১৬টি দেশীয় অস্ত্র সহ ১২জলদস্যু গ্রেফতার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: মধ্যরাতে বাঁশখালী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সক্রিয় ডাকাত দলের ডাকাতির পরিকল্পনার খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন

সভাপতি পদে বিএনপি, সম্পাদক পদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী’

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন

আকাশ প্রতিরক্ষায় বড় ফাঁক, ঝুঁকিতে বাংলাদেশের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হয়ে উঠেছে প্রথম ও প্রধান প্রতিরক্ষা স্তম্ভ। ইরান-ইসরায়েল, রাশিয়া-ইউক্রেন কিংবা ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে এই সত্য আরও স্পষ্ট হয়েছে।